এখন থেকে সপ্তাহে দুই দিন মঙ্গল ও বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন অনুমতিপ্রাপ্তরা। গতকাল ইসলামাবাদ হাইকোর্ট এক রায়ে এ বিষয় নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করার জন্য শুধু তাঁর নির্বাচিত প্রতিনিধি সালমান আখরাম রাজার মনোনীত ব্যক্তিরাই অনুমতি পাবেন। তবে এসব সাক্ষাতের পর মিডিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা নিষিদ্ধ করেছেন আদালত।

জেল কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হচ্ছে। এ বিষয়ে দর্শনার্থীদের কাছ থেকে সাক্ষাতের পর রাজনৈতিক আলোচনা না করার একটি অঙ্গীকার নেওয়ার কথা বলেছেন আদালত। এছাড়া, পিটিআই প্রতিষ্ঠাতার শিশুদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সিদ্ধান্ত ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। সামা নিউজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন খ ন প ট আই

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ