২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড.

মো. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও এক নৃশংসতম হত্যাযজ্ঞ হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, এ দিনটিতে ঢাকা শহরসহ সারা দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়, যা ইতিহাসের এক কালো অধ্যায়। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে।

ঢাকা/হাফছা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২৫ ম র চ গণহত য

এছাড়াও পড়ুন:

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) পা রাখলেন জীবনের এক বিশেষ মাইলফলকে। তিনি পূর্ণ করলেন ৭৫ বছর। জন্মদিন উপলক্ষ্যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে শাসকদলের নেতাদের পাশাপাশি বিরোধী দলের নেতারাও মোদিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। 

বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও ভারতীয় প্রধামন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হলো- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঠানো উপহার।

আরো পড়ুন:

শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের

মাদক পাচারে অভিযুক্ত ১৬ হাজার বিদেশিকে বহিষ্কার করবে ভারত

ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যেতে চাই।”

এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে ট্রাম্পের উদ্যোগকে ভারত সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন মোদি।

কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও এই ফোনালাপ দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। 

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদির জন্য পাঠিয়েছেন নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি। মোদির জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের বড়নগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে ভারত অর্থনীতি, মহাকাশ গবেষণা ও বৈদেশিক নীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি ক্ষমতাসীন দল বিজেপির। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • গাজায় ইসরায়েলি অভিযানের ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • ‘গাজায় গণহত্যা চলছে, আমি সেই গণহত্যার নিন্দা করছি’