শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, তিনজনের বিভিন্ন মেয়াদে শাস্তি
Published: 26th, March 2025 GMT
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন। এর মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিবলী নোমানী ইসলাম, আইন ও মানবাধিকার বিভাগের এম ফারারুজ্জামান বাঁধন, ব্যবসায় প্রশাসন বিভাগের নূর-ই-আলম সিদ্দিকী এবং একই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রিজওয়ান তানভীর মীম। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের সোয়াইব হোসেন ও মুরশিদা মেহেরিনকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। শিবলী নোমানীকে আজীবন, এম ফারারুজ্জামানকে দুই সেমিস্টার, নূর-ই-আলম সিদ্দিকীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া রিজওয়ান তানভীর মীমের বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ায় তাঁর সার্টিফিকেট ছয় মাসের জন্য অকার্যকর রাখা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কার শিক্ষার্থী শিবলী নোমানী রাজশাহী মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।
সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, গত বছর ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন বিভাগের একটি অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে হুমকি এবং এক চড়থাপ্পড় দেওয়ার অভিযোগ ওঠে শিবলী নোমানীর বিরুদ্ধে। ১ ডিসেম্বর অনুসারীদের নিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ওই শিক্ষার্থীকে আবার মারধর করেন শিবলী। এতে ওই শিক্ষার্থীর চোয়ালের হাড় ভেঙে যায় এবং মাথা ও গায়ে বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও তাঁকে সেখানে ভর্তি নিতে বাধা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বাবাকে জিম্মি করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী পরবর্তী সময়ে নগরের চন্দ্রিমা থানায় গেলে তাঁর মামলা নিতেও নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীর আত্মীয়স্বজন এবং স্থানীয় ব্যক্তিদের অনুরোধে চন্দ্রিমা থানায় মামলা হয়। এ ঘটনায় সঙ্গে শাস্তি পাওয়া অন্য শিক্ষার্থীরাও জড়িত ছিলেন।
সিন্ডিকেট সূত্রে আরও জানা গেছে, এ ছাড়া মো.
এ প্রসঙ্গে শিবলী নোমানী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সোচ্চার ছিলেন, এটা প্রশাসন ভালোভাবে নেয়নি। এ কারণে তাঁকে এমন শাস্তি দেওয়া হয়েছে।
উপাচার্য খাদেমুল ইসলাম মোল্যা বলেন, এসব ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি হয়। পরে সিন্ডিকেটের মাধ্যমে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই সিদ্ধান্ত নেওয়ার পর নগরের চন্দ্রিমা থানায় একটি অভিযোগও করেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ওই শ ক ষ র থ ইসল ম ব যবস
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।