সকালবেলায় চৈত্র মাসের বাতাস বইছে। মনু নদের ওপর আপনমনে উড়ছে কিছু ধূসর ডানার চিল। নদের হাঁটুজলে টানা হাতা জাল দিয়ে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। বর্ষায় প্রাণকাঁপানো মনু নদের অবস্থা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’র মতো। জল শুকিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। নদের বুকের ভেতর বালুর চর জেগেছে। দেখে মনে তো পড়তেই পারে ‘আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে.
মৌলভীবাজার শহরসংলগ্ন নদটির পাড়ে এই বসন্তের কালে অনেকগুলো চেনা-অচেনা ফুল ফুটেছে। যার কিছু এই অঞ্চলেই শুধু নয়, দেশেও নতুন। যেসব ফুল এদিকে এর আগে কোথাও ফুটেছে কি না, বলা মুশকিল। ফুটন্ত ফুলগুলো সকালবেলার মৃদু বাতাস ও আলোয় আরও উজ্জ্বল, ফোটার আনন্দে যেন আরও চনমনে হয়ে আছে। ফোটা ফুলকে ঘিরে গুনগুন করছে, উড়ছে কালো ভোমরার দল।
মৌলভীবাজার শহরের শান্তিবাগ ওয়াকওয়ে ধরে হাঁটতে গেলে একটু পরপরই কোনো না কোনো ফুলের দেখা মিলেছে। ফুটেছে চিরল সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ কল্কে ফুল। পাতাঝরা ডালের কোথাও সাদা, কোথাও সাদা-গোলাপি কাঠগোলাপ ফুটে আছে। কোথাও হলুদ সোনার মতো ফুটে আছে অশোকমঞ্জরী। ওতে কালো ভোমরার দল টানা গুনগুন করছে। কোথাও ফুটেছে রক্তকাঞ্চন, ফুটেছে অর্কিড কাঞ্চন। আর আছে একাধিক রঙের রাধাচূড়া, তারাও হাসছে। সবাই যার যার মতো ফুটে আছে এই বসন্তের কালে।
শাখা-প্রশাখায় ফুটেছে গ্লিরিসিডিয়া। মৌলভীবাজারের শান্তিবাগ ওয়াকওয়েতেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।