Samakal:
2025-07-31@11:52:16 GMT

ঈদ আনন্দের কুশীলব

Published: 27th, March 2025 GMT

ঈদ আনন্দের কুশীলব

বছর ঘুরে আবারও আসছে রোজার ঈদ। দর্শককে উৎসবের আমেজে রাঙাতে টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো নানা ধরনের আয়োজন করছে। সেখানে তারকারা নিজের সেরা অভিনয় তুলে ধরার মধ্য দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে গেছেন। এ ঈদে তরুণ অভিনেত্রীদের কাজের দিকে নজর থাকবে দর্শকের।

সাবিলা নূর
মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় ‘ভুল সবই ভুল’ নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে, রাগিব রায়হান পিয়ালের ‘মাকড়সা’ নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী সাবিলা নূর। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবার কম নাটকে অভিনয় করেছি। এ আয়োজনে কত বেশি নাটকে কাজ করেছি, সেটি আমার কাছে মুখ্য নয়, কয়টি ভালো নাটক প্রচার হলো, সেটিই বড় বিষয়। চেষ্টা করেছি নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হতে। গৎবাঁধা চরিত্র নয়, নতুন কিছু চরিত্রে আমাকে দর্শক দেখতে পাবেন।’  

তানজিম সাইয়ারা তটিনী 
রুবেল হাসান পরিচাললিত ‘আবির ছোঁয়া’ টেলিছবিতে ইয়াশ রোহানের বিপরীতে, ইমরোজ শাওনের পরিচালনায় ‘ব্রেকিং নিউজ’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘দাঁড়ালে দুয়ারে’ নাটকে ইয়াশ রোহানের বিপরীতে, মহিদুল মহিমের পরিচালনায় ‘হৃদয়ের এক কোনে’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায়  ‘কী মায়ায় জড়ালে’ নাটকে ইয়াশ রোহানের বিপরীতে, মহিদুল মহিমের ‘ফিরে দেখা’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, হাসিব হোসাইন রাখির রচনা ও পরিচালনায় ‘মনদিওয়ানা’ টেলিছবিতে তৌসিফ মাহবুবের বিপরীতে, রুবেল হাসানের পরিচালনায় ‘বউয়ের বিয়ে’ টেলিছবিতে ইয়াশ রোহানের বিপরীতে, সৈয়দ শাকিলের পরিচালানয় ‘শহরের যত রঙ’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে, মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ টেলিছবিতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, রাকেশ বসুর পরিচালনায় ‘লাস্ট নাইট’ নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তটিনী। কাজগুলো নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।  

নাজনীন নীহা
জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মেঘ বালিকা’ টেলিছবিতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে, শিহাব শাহীনের পরিচালনায় ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ টেলিছবিতে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে নাজনীন নীহাকে। এই অভিনেত্রী বলেন, দর্শকের কথা মাথায় রেখেই ঈদের নাটক-টেলিছবিতে অভিনয় করছি। ভালো গল্পের বেশ কিছু কাজ করেছি। আশা করছি দর্শক প্রশংসা পাবে কাজগুলো।     

কেয়া পায়েল
রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ইতির ঈদি’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, মিফতা আনানের ‘মেড ফর ইচ আদার’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে, মীর আরমান হোসেনের ‘জালিয়াত’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, সুমন ধরের পরিচালনায় ‘বজরা’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে, তৌফিকুল ইমনের রচনা ও পরিচালনায় ‘বাজি’ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে, ‘যাকে তুমি ভালোবাসো’ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে, প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’ টেলিছবিতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, মিশুক মিঠুর পরিচালনায় ‘ইমারজেন্সি’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে, মুরসালীন শুভর ‘আপনি না তুমি’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে, মেহেদী হাসান হৃদয়ের ‘উভয় সংকট’ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে রয়েছেন কেয়া পায়েল।
তিনি বলেন, ‘দর্শক ঈদে নানা ধরনের গল্পের নাটক দেখতে চান। তাদের কথা মাথায় রেখেই ভিন্নধর্মী কিছু গল্পে অভিনয় করেছি। চরিত্রে বেশ নতুনত্ব রয়েছে; যা দর্শকের ভালো লাগবে।’

সামিরা খান মাহি
তারেক রেজা সরকারের পরিচালনায় ‘আপন মানুষ’ নাটকে আরশ খানের বিপরীতে, আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘রহিম রূপবান’ নাটকে আবু হুরায়রা তানভীরের বিপরীতে, সকাল আহমেদের পরিচালনায় আরশ খানের বিপরীতে ‘ভেতরে আসতে দাও’, সাইফুল আজিজের পরিচালনায় ‘তবুও পাশাপাশি’ নাটকে ইয়াশ রোহানের বিপরীতে, চয়নিকা চৌধুরীর ‘কাজল ভোমরা’ টেলিছবিতে জোনায়েদ বোগদাদীর বিপরীতে, সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘তোমার সঙ্গে থাকতে চাই’ নাটকে আরশ খানের বিপরীতে, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘হতাহতের ঘটনা’ টেলিছবিতে খায়রুল বাসারের বিপরীতে, এল আর সোহেলের পরিচালনায় ‘ইন্দ্রজাল’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে, অলোক হাসানের পরিচালনায় ‘অভ্যাস’ নাটকে পার্থ শেখের বিপরীতে থাকছেন সামিরা খান মাহি। 

আইশা খান
সকাল আহমেদের পরিচালনায় ‘ভালোবাসার নাম মিসিসিপি’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, মুরসালিন শুভর পরিচালনায় ‘আমি যা দেখি’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে, ইশতিয়াক আহমেদের পরিচালনায় ‘মায়াফুল’ নাটকে ইয়াশ রোহানের বিপরীতে, তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘নিয়ামত’ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে রয়েছেন আইশা খান। 

নিলয়-হিমি জুটির নাটক-টেলিছবি
এ সময়ের ব্যস্ত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এবারও ঈদে সর্বাধিক নাটকে জুটি হয়েছেন তারা। এস আর মজুমদারে নাটক ‘ব্রেকআপ’, আদিবাসী মিজানের পরিচালনায় নাটক ‘ডাকু’, মুসাফির রনির পরিচালনায় নাটক ‘নসিব’, মাহমুদ হাসান রানার পরিচালনায় ‘প্রাণের মানুষ’, এস আর মজুমদারের পরিচালনায় নাটক ‘মুসাফিরখানা’, মুসাফির রনির পরিচালনায় ‘রেডিমেড ঝামেলা’ নাটক ও মাহিন খান পরিচালিত টেলিছবি ‘একান্নবর্তী’সহ আরও অনেক নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন এই জুটি। দু’জনের নাটকের সংখ্যা ২০ ছাড়াতে পারে। এমনটিই জানিয়েছেন নিলয়। এবার হিমি ছাড়াও অন্য অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন নিলয়। শামীম জামানের পরিচালনায় তাসনুভা তিশার বিপরীতে ‘ডাবল রোল’ নাটকে তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

তারকা শিল্পীদের উপস্থিতি
সারা বছর ছোটপর্দায় উপস্থিতি না থাকলেও কোনো উৎসব আয়োজনে জ্যেষ্ঠ তারকাশিল্পীদের ঈদের কাজে দেখা যায়। প্রতি ঈদে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিজের পরিচালনায় ‘ছোটকাকু’ সিরিজ নিয়ে হাজির হন। এই ঈদে তিনি এটি পরিচালনা করছেন না। নাট্যনির্মাতা অনিমেষ আইচের পরিচালনায় অভিনয় করেছেন এই নন্দিত অভিনেতা। এবারের সিরিজের নাম ‘মিশন মুন্সীগঞ্জ’। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। এই জুটি হাজির হবেন দম্পতির চরিত্রে। একই জুটিকে নিয়ে আরিফ খান নির্মাণ করেছেন টেলিছবি ‘ঘোর’। 

শাহেদ শরীফ ও তানজিকা আমিনকে নিয়ে অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বানিয়েছেন নাটক ‘সামনে সমুদ্র’। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ করেছেন। এতে অভিনয়েও তাঁকে পাওয়া যাবে। এ ছাড়া ফেরদৌস হাসানের ‘পানি’ নাটকেও অভিনয় করেছেন আবুল হায়াত। 
চ্যানেল আইয়ে এটি প্রচার হবে। অভিনেতা মোশাররফ করিম অভিনয় করেছেন ‘খুচরা পাপী’, ‘স্বামীর সুখ মনে মনে’, ‘বউ হইতে সাবধান’, ‘টোনাটুনির সংসার’, ‘বউ বেশি বোঝে’সহ ডজনখানেক নাটকে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অনিমেষ আইচের পরিচালনায় ‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে। সকাল আহমেদের পরিচালিত সাত পর্বের নাটক ‘মধুমালা’ নাটকে ব্যতিক্রমী চরিত্রে হাজির হবেন তিনি। 

ঈদের নাটকে অন্যরা .

..
তানজিন তিশা, মীর সাব্বির, সজল নূর, তানজিকা আমিন, ফারিন খান, সুনেরাহ বিনতে কামাল, মীর রাব্বী, নীলাঞ্জনা নীলা, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, পাভেল, মারজুক রাসেল, জাহের আলভী, শাশ্বত দত্ত, সাফা কবির, পারসা ইভানা, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, অহনা, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, অহনা, স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, রুকাইয়া জাহান চমক, সাদিয়া আয়মানের মতো অভিনয়শিল্পীদের থাকবে সরব উপস্থিতি। এদের মধ্যে কোনো কোনো অভিনয়শিল্পীকে ডজনের বেশি নাটকে দেখা যাবে। 
ওটিটিসহ নানা মাধ্যমের কাজে ব্যস্ততা বাড়ায় ঈদে আফরান নিশো, জাহিদ হাসান, রুনা খান, জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণের মতো তারকার উপস্থিতি টিভি পর্দায় কম থাকবে।  কেউ কেউ আবার নতুন নাটকে কাজ না করলেও অনেকেরই পুরোনো কিছু কাজ প্রচার হবে বলে জানা গেছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টক আহম দ র পর চ ল পর চ ল ত উপস থ ত য় ন টক র ন টক জ য় উল ক জ কর র রচন

এছাড়াও পড়ুন:

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ ১৬০ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। সকাল থেকেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।

সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। ছাতা মাথায় দল বেঁধে ছুটছেন ক্লাসরুমের দিকে। কখনো এক ছাতার নিচে দু-তিনজন। কারও সঙ্গে অভিভাবকও এসেছেন। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসে যোগ দেন। নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগ ঘুরে শ্রেণি কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘আমাদের প্রায় এক সেমিস্টার নষ্ট হয়ে গেছে। এই সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। ক্ষতি যা হওয়ার হয়েছে, তবে এখন আবার ক্লাস শুরু হওয়াটা ইতিবাচক দিক। আমরা আশাবাদী।’ একই ব্যাচের শিক্ষার্থী আম্মান বলেন, ‘অনেক দিন জীবনটা থেমে ছিল। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। ঠিক যেন স্কুলজীবনের প্রথম দিনের মতো। সব হতাশা কাটিয়ে আমরা অনেকটা নতুন করে শুরু করছি।’

হুমায়ুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে। পাঁচ মাস ধরে ক্লাস বন্ধ থাকায় ও মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিল। একসময় অসুস্থও হয়ে পড়ে। কুয়েটে এমন পরিস্থিতি আগে দেখিনি। কর্তৃপক্ষ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়তো আগেই খুলে যেত। তারপরও এখন অন্তত খুলেছে, এটা বড় স্বস্তি।’

কুয়েটের ছাত্র পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আজ থেকে কুয়েটে ক্লাস শুরু হয়েছে। তবে এখনো সব শিক্ষার্থী আসেননি। যাঁদের কেবল ক্লাস রয়েছে, তাঁরা অংশ নিচ্ছেন। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি দেয়। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর কোনো শিক্ষকই ক্লাসে ফেরেননি। শিক্ষক সমিতির বিরোধিতার মুখে হজরত আলী দায়িত্ব পালন করতে না পেরে ২২ মে পদত্যাগ করেন।

এরপর ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার ক্লাস শুরুর নোটিশ জারি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ
  • তাহলে তো স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলেই চাঁদাবাজি: সালাউদ্দিন
  • সিডনিতে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ না থাকায় হতাশ প্রবাসীরা
  • ‘মুক্তির উৎসব’ করতে সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের আবেদন
  • এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’
  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ