‘নাম রোহিত শর্মা না হলে সে দলে জায়গা হারাত’
Published: 1st, April 2025 GMT
৪ বলে ০, ৪ বলে ৮ এবং ১২ বলে ১৩।
আইপিএলের চলতি মৌসুমে এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে রোহিত শর্মার পারফরম্যান্স। যেকোনো ব্যাটসম্যানের ব্যাটে এ রকম রানখরা চলতে থাকলে তিনি সমালোচনার মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। তবে নামটা যেহেতু রোহিত শর্মা, সেই সমালোচনা একটু রয়েসয়ে করতে হয়। মাইকেল ভন অবশ্য এত কিছুর ধার ধারছেন না। সোজা বলে দিয়েছেন, নামটা রোহিত বলেই এখনো মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন ভারত অধিনায়ক। অন্য কেউ হলে এত দিনে একাদশে জায়গা হারাতেন।
ভারতের হয়েও রোহিত এমন সমালোচনার মুখে পড়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির আগে। সেটা যে ব্যাট হাতে খুব উড়িয়ে দিতে পেরেছেন, তা-ও নয়। ওই টুর্নামেন্টে ৫ ইনিংসে তিনি ৩৬ গড়ে রান করেছিলেন ১৮০, সর্বোচ্চ ৭৬। তবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তাঁরই ছিল-১০০। সেই সঙ্গে ভারত টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ায় রোহিতকে নিয়ে সমালোচনা শেষ পর্যন্ত চাপা পড়ে গেছে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে আউটের পর রোহিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক