কেরানীগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 2nd, April 2025 GMT
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জরিপ আলী (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া মিনার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাঝরাতে দক্ষিণ কেরানীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ‘জরিপ বাহিনীর’ সহযোগী মকবুল হোসেন, ইয়াজুল মিয়া ও মুজাহিদ হোসেনের বিচারের দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা।
নিহত জরিপ আলীর মেয়ের জামাই মো.
স্থানীয়রা জানান, এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সন্ত্রাসী জরিপ বাহিনীর বিরুদ্ধে ইকুরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শত শত নারী পুরুষ। সন্ত্রাসী জরিপের বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, জমি দখল, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার চলাকালীন সময় দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা হয়। একপর্যায়ে একপক্ষ বাঁশ দিয়ে জরিপ আলীর ওপর আঘাত করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: প ট য হত য এই ঘটন
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।