জানা গেল শামীমের স্ত্রীর পরিচয়, সঙ্গে এলো নিধি-রাবার বিয়ের খবর
Published: 5th, April 2025 GMT
অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক ঘটলো। কাছাকাছি সময়ে জানা গেলো, বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার নিজেই। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি। তাঁর স্ত্রীর প্রোফাইল থেকে জানা গেছে, ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
আফসানার সঙ্গে চার মাস ধরে শামীরের পরিচয়, এরপর পারিবারিকভাবে তাঁদের কথাবার্তা আগায়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি। সুরকার ও সংগীত পরিচালক নিধি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। তবে আবহসংগীতের কাজে তাঁর ব্যস্ততা বেশি। অন্যদিকে রাবা খান কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনয়ও করে থাকেন। চার বছরের প্রেমের সম্পর্ক শেষে গতকাল শুক্রবার বিয়ে করেছেন তাঁরা।
জানা গেছে, গানের সূত্র ধরে সম্পর্কটি চার বছরের চুপি চুপি প্রেমের হলেও গতকাল শুক্রবার বিকেলে তা জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় গড়িয়েছে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে, যেখানে ছিলেন নিধি-রাবা পক্ষের বন্ধু ও স্বজনেরা। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে পাওয়া গেছে নিধি ও রাবাকে। গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন দুজনেই।
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র শ ক রব র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।