ওডিশার ভুবনেশ্বরে বাস উল্টে এক বাংলাদেশি যাত্রী নিহত, আহত অন্তত ১৫
Published: 6th, April 2025 GMT
পূর্ব ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে উপকূলবর্তী পুরী শহরের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস উল্টে ১ বাংলাদেশি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম ননীবালা নাথ। বাসটিতে যে ৭০ জন যাত্রী ছিলেন, তাঁদের সবাই বাংলাদেশি বলে জানায় পুলিশ। তাঁরা পুরীতে জগন্নাথদেবের মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভুবনেশ্বরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের অন্য একটি বাসে পুরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পর্যটন সংস্থার ওই বাস ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় ভুবনেশ্বরের উত্তরা নামের এক জায়গায় রাস্তার পাশে খালে পড়ে যায়।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘বাসটি যেভাবে খালে পড়ে যায়, তাতে প্রথমে মনে হয়েছিল, অনেকে মারা গেছেন। কিন্তু পরে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। মারা যান একজন। বাসচালক পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভুবনেশ্বরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের অন্য একটি বাসে পুরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স