প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পথে। দল পিছিয়ে আছে। এমন সময় ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে সাধারণ এক ভলি করলেন লিওনেল মেসি। তার এই নিরীহ শটটাই খুঁজে পেল জালের দেখা। লিগটা যেহেতু মেজর লিগ সকার (এমএলএস), তাই এমন গোল প্রায়শই দেখা যায় এই লিগে।

সোমবার (৭ মার্চ) বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপজয়ী মেসি অবশ্য গোল করেও জেতাতে পারেননি তার দল ইন্টার মায়ামিকে। এলএমএসে টরন্টো এফসির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

সামনেই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তাই টরন্টোর বিপক্ষে মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে রহস্য রেখে দিয়েছিলেন কোচ হাভিয়ের মাসচেরানো। তবে ৭ বারের ব্যালন ডি-অর জয়ী ফুটবলার মাঠে নামলেন এবং দলকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনে দিলেন। এই মৌসুমে চতুর্থ ম্যাচে এটি মেসির তৃতীয় গোল। মায়ামিতে যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আর্জেন্টাইন মহাতারকার ৪০তম গোল।

আরো পড়ুন:

মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি

চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের গোল দুটিই এসেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। টরন্টোর হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন সাবেক জুভেন্টাস উইঙ্গার ফেদেরিকো বার্নার্দেস্কি। অন্যদিকে যোগ করা সময়ের পঞ্চম এবং শেষ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। তিনি প্রথমার্ধে আরো একটি গোল করেছিলেন। সেটি পরে ভিএআরে বাতিল হয়ে যায়।

এই ড্রয়ের মায়ামি এমএলএসে কলোম্বাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে মেসিরা একটি ম্যাচ কম খেলেছেন। ৬ ম্যাচ শেষে মায়ামির সংগ্রহ ১৪ পয়েন্ট। অন্যদিকে ৭ ম্যাচ শেষে কলোম্বাসের ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় কলোম্বাস।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম র ধ গ ল কর টরন ট

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ

  • নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী
  • মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস