ছবিতে থাকা বিভিন্ন পণ্যের তথ্য জানাবে গুগল সার্চের এআই মোড
Published: 8th, April 2025 GMT
ছবির দৃশ্য বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য খুঁজে দেবে গুগলের সার্চভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘এআই মোড’। নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা এখন সরাসরি ছবি তুলে বা আপলোড করে ছবিতে থাকা বিভিন্ন পণ্যের বিস্তারিত ও প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীরা সহজেই ছবিতে থাকা বইয়ের নাম জানার পাশাপাশি একই বিষয়ের বিভিন্ন বইয়ের নাম জানতে পারবেন।
গুগল জানিয়েছে, ছবিতে থাকা বিভিন্ন তথ্য দ্রুত জানার সুযোগ দিতে এআই মোডে জেমিনি এআই মডেল এবং ছবি শনাক্তকরণ প্রযুক্তি ‘গুগল লেন্স’ যুক্ত করা হয়েছে। এই দুটি প্রযুক্তির মাধ্যমে মাল্টিমোডাল সার্চ সুবিধা চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের আরও উন্নত ও প্রাসঙ্গিক অনুসন্ধান অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনে থাকা গুগল অ্যাপের মাধ্যমেই সুবিধাটি ব্যবহার করা যাবে। আপাতত যুক্তরাষ্ট্রে এ সুবিধা চালু করা হলেও পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
গুগলের সার্চ বিভাগের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন বলেন, ‘ভিজ্যুয়াল সার্চ নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি। এআই মোড সেই অভিজ্ঞতারই পরবর্তী ধাপ। মাল্টিমোডাল ক্ষমতার কারণে এখন একটি ছবি বিশ্লেষণ করে তার পূর্ণাঙ্গ অর্থ অনুধাবন করতে পারে এআই মোড। ছবিতে থাকা পণ্যের গঠন, রং, উপাদান, পারস্পরিক বিন্যাস সবকিছু বিশ্লেষণ করে এআই মোড তথ্য জানাতে পারে।’
গুগল জানিয়েছে, মাল্টিমোডাল এআই মোড ‘ফ্যান-আউট’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে একটি ছবিতে যেসব পণ্য বা উপাদান রয়েছে, সেগুলোর আলাদা অনুসন্ধান চালানো হয়। এর ফলে সহজেই ছবিতে থাকা বিভিন্ন পণ্যের সূক্ষ্ম বিশ্লেষণ করাসহ প্রাসঙ্গিক উত্তর জানা যায়।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত