পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্লাস করেছেন। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ডাগ আউটের জটলা থেকে বেরিয়ে এসে করতালি দিয়েছেন।

এটুকুতেই শেষ নয়। ভারত টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কী দুর্দান্ত ব্যাটিং! চোখের শান্তি।’ রবিচন্দ্রন অশ্বিন তাঁর ব্যাটিং দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন অনেক আগেই।

আসলে তাঁর ব্যাটিংয়ের প্রেমে পড়ার কথা যে কারও। খেলা দেখে থাকলে নিশ্চয় বুঝে নিয়েছেন, কার কথা বলা হচ্ছে। প্রিয়াংশ আর্য, পাঞ্জাব কিংসের এই ওপেনার আজ নেট দুনিয়া কাঁপানোর আগে মাঠ কাঁপিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা বলের হিসেবে আইপিএল চতুর্থ দ্রুততম।

তবে এই সেঞ্চুরি একটা দিক থেকে ইতিহাস গড়ে ফেলেছেন আর্য। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে এটিই দ্রুততম সেঞ্চুরি। ৭ চার ও ৯ ছক্কায় আর্য থেমেছেন ৪২ বলে ১০৩ রান করে। তাঁর এই বিধ্বংসী ইনিংসের কাছে মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস ম্লান হয়ে গেছে। ঘরের মাঠ মুল্লানপুরে পাঞ্জাব ১৮ রানে হারিয়েছে চেন্নাইকে।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব কিংস: ২০ ওভারে ২১৯/৬

(আর্য ১০৩, শশাঙ্ক ৫২*, ইয়ানসেন ৩৪*; খলিল ২/৪৫, অশ্বিন ২/৪৮)।

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ২০১/৫

(কনওয়ে ৬৯, দুবে ৪২, রবীন্দ্র ৩৬, ধোনি ২৭; ফার্গুসন ২/৪০, ম্যাক্সওয়েল ১/১১)।

ফল: পাঞ্জাব কিংস ১৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: প্রিয়াংশ আর্য।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ