বৃষ্টিতে থেমে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ–ব্রাদার্স ইউনিয়নের রোমাঞ্চকর সমাপ্তির ম্যাচ। বৃষ্টি আইনে জয় পেয়েছে রূপগঞ্জ। দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।জমে ওঠা ম্যাচে বৃষ্টিতে জয় লিজেন্ডসের

ব্রাদার্স ইউনিয়নের দরকার ৮ বলে ৮ রান। লিজেন্ডস অব রূপগঞ্জের দরকার ১ উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগে এমন রোমাঞ্চকর সমাপ্তির দিকে গড়ানো ম্যাচটা শেষ পর্যন্ত শেষই হতে পারল না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে মেঘের ঘনঘটা আগে থেকেই। ঝোড়ো হাওয়ায় তড়িঘড়ি মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। কিছুক্ষণের মধ্যেই হাজির বেরসিক বৃষ্টি। ম্যাচ শেষ সেখানেই।

বৃষ্টি রোমাঞ্চ থেমে যাওয়া ম্যাচটিতে বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে রূপগঞ্জ। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। দুই জয় পাওয়া ব্রাদার্স এখনো আছে অবনমন অঞ্চলে।

আরও পড়ুনসন্দেহজনক আউটের ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা বিসিবির৪ ঘণ্টা আগে

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে রূপগঞ্জ। দলটির পক্ষে ৭৯ বলে সর্বোচ্চ ৮০ রান করেন সৌম্য সরকার। ৫৫ বলে ৫৯ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। ব্রাদার্সের ইয়াসির আরাফাত নেন তিন উইকেট।

রান তাড়ায় নেমে ব্রাদার্সের শুরুটা ভালো না হলেও শেষ দিকে মাইশুকুর রহমান ও সুমন খান লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মাইশুকুর ৩২ বলে ৪৬ রান করে আউট হওয়ার পর দায়িত্ব কাঁধে তুলে নেন সুমন। খেলা বন্ধ হওয়া ৪৯তম ওভারের প্রথম দুটি বলেও তানজিম হাসানকে চার মারেন তিনি। ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকা সুমনের জন্য তাই বৃষ্টিটা বাড়তি আফসোসই হয়ে এসেছে।

বৃষ্টির কবলে পড়েছিল ব্রাদার্স–রূপগঞ্জ ম্যাচ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পগঞ জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ