সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে এবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গত বছর এই আয়োজন হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

সুরের ধারার শিক্ষক ও অনুষ্ঠানের সহকারী কেশব সরকার প্রথম আলোকে বলেন, সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ, ১৪৩২–এর আয়োজন হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ দুটোই হবে। দুটো অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের। চৈত্রসংক্রান্তি আয়োজনের মহড়া ঈদের আগে থেকেই শুরু হয়েছে বলে জানালেন তিনি। বর্ষবরণের গানের মহড়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। প্রতিবারের মতো এবারও হাজার কণ্ঠের গানে অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা শিল্পীরা।

বাংলা নতুন বছরের প্রথম দিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। তার আগের রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চৈত্রসংক্রান্তি বা বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান। এরই মধ্যে শিল্পীরা দুটি আয়োজনের জন্যই রাজধানীর লালমাটিয়ায় মহড়া করে যাচ্ছেন বলে জানিয়েছেন সুরের ধারার শিক্ষকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ত রস ক র ন ত অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ