মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ১২৫ শতাংশ করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বলেছেন চীনা নেতা সি চিন পিং। তিনি বলেছেন, তাঁর দেশ ‘ভয় পায় না।’

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন সম্প্রতি শুল্ক বৃদ্ধি নিয়ে ইটের বদলে পাটকেল নিক্ষেপের যুদ্ধে লিপ্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার চীনা পণ্য আমদানিতে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এর জবাবে আজ শুক্রবার মার্কিন পণ্যে নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল চীন।

আগামীকাল শনিবার থেকে চীনের ঘোষিত এই শুল্ক কার্যকর হবে। তবে চীন ইঙ্গিত দিয়েছে, ১২৫ শতাংশের বেশি শুল্ক বাড়ানোর ইচ্ছা নেই তাদের। শুল্ক এর চেয়ে বেশি বাড়ানো অর্থহীন হবে বলেও মনে করছে দেশটি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিকভাবে অতিরিক্ত শুল্ক আরোপ একটি সংখ্যার খেলা ছাড়া আর কিছুই নয়, যার কোনো বাস্তব অর্থনৈতিক তাৎপর্য নেই।

ওই মুখপাত্র আরও বলেন, ‘এটি কেবল যুক্তরাষ্ট্রের শুল্ককে হুমকি ও বলপ্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অনুশীলনকে আরও প্রকাশ্যে এনেছে, যা কৌতুকে পরিণত হয়েছে।’

নতুন শুল্ক ঘোষণার আগে শুক্রবার বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কথা বলতে গিয়ে সি বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কেউ বিজয়ী হয় না। আর বিশ্বের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা কেবল আত্মবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে।’

আরও পড়ুনএবার মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন২ ঘণ্টা আগে

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত বক্তব্যে সি বলেন, ‘৭০ বছরের বেশি সময় ধরে চীনের উন্নয়ন আত্মনির্ভরতা এবং কঠোর পরিশ্রমের ফল। অন্যদের অনুদানে এই উন্নয়ন হয়নি। চীন কোনো অন্যায্য দমন-পীড়নকে ভয় পায় না।’

এর আগপর্যন্ত চীনের এই নেতা শুল্কযুদ্ধ প্রসঙ্গে প্রকাশ্যে চুপ ছিলেন। কিন্তু তিনি তাঁর প্রথম বক্তব্যে কঠোর কথা বলেছেন। সি চিন পিং বলেন, ‘বাহ্যিক পরিবেশ যতই পরিবর্তিত হোক না কেন, চীন আত্মবিশ্বাসী থাকবে, মনোযোগী থাকবে এবং নিজস্ব বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনার দিকে মনোনিবেশ করবে।’

আরও পড়ুনট্রাম্পের বাণিজ্যযুদ্ধে চীনের ‘অস্ত্রের’ মোকাবিলায় কি জিততে পারবে যুক্তরাষ্ট্র০৯ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর বল ছ ন

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ