গুগল ডকসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পডকাস্ট সুবিধা। সুবিধাটি চালু হলে গুগল ডকসে থাকা যেকোনো লেখার উল্লেখযোগ্য অংশ অডিও আকারে শোনা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত পডকাস্ট প্রচার করতে পারবেন।

সম্প্রতি গুগল তাদের ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনের জন্য একাধিক নতুন জেমিনি ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব ফিচারের অন্যতম আকর্ষণ এই এআই পডকাস্ট। গুগল ডকস থেকে যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে সুবিধাটি। বর্তমানে এ সুবিধা গুগলের এলএম নামের গবেষণা সহায়ক টুল ও জেমিনি অ্যাপে ফাইল আপলোডের মাধ্যমে সীমিতভাবে পাওয়া যায়। এবার এ সুবিধা গুগল ডকসের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে।

আরও পড়ুনগুগল ডকসে ছবি যুক্ত করবেন যেভাবে০৩ নভেম্বর ২০২৩

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই পডকাস্ট সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের লেখার মূল তথ্য এআই কণ্ঠে শুনতে পারবেন। চাইলে পুরো লেখাটি শোনা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনইন্টারনেট ছাড়া গুগল ডকস ব্যবহার করবেন যেভাবে১০ নভেম্বর ২০২৩

এআই পডকাস্টের পাশাপাশি গুগল ডকসে ‘হেল্প মি রিফাইন’ নামের আরও একটি সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি গুগল ডকসে থাকা যেকোনো লেখার শব্দচয়ন, বাক্যগঠন, গঠনশৈলীসহ মান উন্নয়নের নির্দেশনা দেবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র এআই প

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ