পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ
Published: 12th, April 2025 GMT
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাবরক্ষক পদে আবেদন করা প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও মীরপুর গার্লস আইডিয়াল কলেজ—এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত (রচনামূলক) পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমি ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে এই ওয়েবসাইটে বা মুঠোফোনে খুদে বার্তা বা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন৬ ঘণ্টা আগেপ্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।
প্রার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, ছয়টি পদে নেবে ৩৩ জন২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র স
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চালক শওকত মোল্যা (২০) হত্যা এবং ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত। একইসঙ্গে এ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী আবু কাওসার (২৬), জনি মোল্যা (৩১), রাজেস রবি দাস (৩০) ও রবিন মোল্যা (২৬) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাসেল শেখ (২৬) পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আরো পড়ুন:
শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বাদশা শেখ (২৬) রাজবাড়ী জেলা সদরের মজলিসপুর এলাকার মুরাদ শেখের ছেলে। তিনি ছিনতাইকৃত ইজিবাইকটি ক্রয় করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের ভাড়াটিয়া ও সালথা উপজেলার দেয়ালীকান্দা গ্রামের বাসিন্দা শওকত মোল্যা ইজিবাইক নিয়ে বের হয়। ওই দিন রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পর দিন সকালে শহরের গোয়ালচামট মোল্যাবাড়ি সড়কের শেষপ্রান্তে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার পরদিন নিহতের বাবা আয়নাল মোল্যা অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন দিনের মধ্যে পুলিশ রহস্য উদঘাটন করে পাঁচজনকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আক্তার আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, আসামিরা ইজিবাইক ভাড়া করে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং কৌশলে শওকতকে গোয়ালচামট এলাকায় নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
ঢাকা/তামিম/বকুল