ট্রাম্পের জন্য লজ্জায় পড়েছেন ফ্রান্স সফররত মার্কিন পর্যটকেরা
Published: 13th, April 2025 GMT
ফ্রান্সের রাজধানী প্যারিসের তুইলেরিস উদ্যানের পরিচ্ছন্ন নুড়িপাথরের ওপর দিয়ে ঝলমলে রোদে হেঁটে বেড়াচ্ছিলেন বারবারা ও রিক উইলসন দম্পতি। তাঁরা যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ডালাস শহর থেকে প্রথমবারের মতো ফ্রান্স ভ্রমণে এসেছেন। মার্কিন পর্যটক হিসেবে ভ্রমণে এলেও তাঁরা ঠিক ছদ্মবেশ ধারণ করেননি। তবে ৭৪ বছর বয়সী রিক সাতসকালেই বাড়তি সতর্কতা গ্রহণ করেছিলেন।
বারবারা ও রিক উইলসন প্যারিসের একটি হোটেলে উঠেছেন। হোটেল থেকে বের হওয়ার আগে ছোট্ট একটি কালো টেপ দিয়ে মাথার সাদা–কালো বেসবল ক্যাপে থাকা তারকাখচিত ও ডোরাকাটা মার্কিন পতাকা ঢেকে দিয়েছেন।
বারবারা ও রিক উইলসন প্যারিসের একটি হোটেলে উঠেছেন। হোটেল থেকে বের হওয়ার আগে ছোট্ট একটি কালো টেপ দিয়ে মাথার সাদা-কালো বেসবল ক্যাপে থাকা তারকাখচিত ও ডোরাকাটা মার্কিন পতাকা ঢেকে দিয়েছেন।বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় মার্কিন নাগরিক হিসেবে যে লজ্জা ও বিব্রতকর অনুভূতি অনুভব করছেন, তা নিয়ে ভাবছিলেন এই দম্পতি। রিক বলেন, ‘বিষয়টি (শুল্ক) নিয়ে আমাদের খারাপ লাগছে। এটা ভয়ানক। শুধুই আতঙ্কের।’
শুধু রিক নন, ৭০ বছর বয়সী বারবারাও তাঁর পকেটে একটি কানাডীয় ল্যাপেল পিন রেখে দিয়েছেন। আরেকজন পর্যটক তাঁকে এটি উপহার দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, ফ্রান্স ভ্রমণে কিছু আড়াল করার দরকার হলে এটি কাজে লাগাতে পারবেন।
বিষয়টি (ট্রাম্পের নতুন শুল্ক আরোপ) নিয়ে আমাদের খারাপ লাগছে। এটা ভয়ানক। শুধুই আতঙ্কের।রিক উইলসন, ফ্রান্স ভ্রমণে যাওয়া মার্কিন পর্যটকবারবারা বলেন, ‘আমাদের দেশ নিয়ে আমি হতাশ। শুল্ক নিয়ে আমরা বিরক্ত।’
কয়েক গজ দূরে বিখ্যাত ল্যুভর জাদুঘরের সামনে মানুষের জটলা দেখা গেল। সেখানে আরেক মার্কিন দম্পতি নিজেদের পরিচয় কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন; যেমনটা সাধারণত দেখা যায় না। কথা হয় ক্রিস এপসের (৫৬) সঙ্গে। তিনি নিউইয়র্কে অ্যাটর্নি হিসেবে কাজ করেন। এবারের ফ্রান্স সফরে তিনি একটু ভিন্ন পোশাক পরবেন বলে ঠিক করেছিলেন।
ক্রিস এপস বলেন, ‘(আমার সঙ্গে) নিউইয়র্কের কোনো ইয়াঙ্কি হ্যাট নেই। সেটি হোটেলে রেখে এসেছি। (হ্যাট দেখে) মানুষ আমাদের আলাদা মনে করতে পারে।’
খোলাখুলি বলে রাখা ভালো, ফ্রান্সে মার্কিনদের আগের চেয়ে কম অভ্যর্থনা জানানো হচ্ছে, এমন কোনো লক্ষণ নেই। ট্রাম্প তাঁর নতুন শুল্ক ঘোষণা স্থগিত করার আগে দ্বৈবচয়নের ভিত্তিতে কিছু পর্যটকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।
কথা হয় ফিলিপ গ্লোয়াগুয়েন নামের এক ব্যক্তির সঙ্গে। ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল গাইড লে গাইড দু রুতার্দের প্রতিষ্ঠাতা তিনি। গ্লোয়াগুয়েন প্যারিসে একটি ডেস্কে বসে ছিলেন। তিনি জানান, চলতি বছর যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর লেখা বইয়ের ফরমাশ ২৫ শতাংশ কমে গেছে। ‘এটা একটা বড় পতন,’ বলেন তিনি।মার্কিনরা তাঁদের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া থেকে বহু দূরে রয়েছেন। তাঁদের মনোভাবে যে পরিবর্তন ঘটছে, সেটির সপক্ষে বেশির ভাগ প্রমাণই কল্পনাপ্রসূত। তবে ইতিমধ্যে ভ্রমণ, পর্যটন, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়ার বিষয়টি বোধগম্য হয়ে উঠেছে।
কথা হয় ফিলিপ গ্লোয়াগুয়েন নামের এক ব্যক্তির সঙ্গে। ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল গাইড লে গাইড দু রুতার্দের প্রতিষ্ঠাতা তিনি। গ্লোয়াগুয়েন প্যারিসে একটি ডেস্কে বসে ছিলেন। তিনি জানান, চলতি বছর যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর লেখা বইয়ের ফরমাশ ২৫ শতাংশ কমে গেছে। ‘এটা একটা বড় পতন,’ বলেন তিনি।
ল্যুভর জাদুঘরের সামনে পর্যটকদের ভিড়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ক উইলসন ব রব র আম দ র ভ রমণ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ হচ্ছে
দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তবে প্রস্তাবিত আসন নিয়ে ১০ অগাস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।
এরমধ্যে নারায়ণগঞ্জের ৩টি আসন রয়েছে। আসনগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসন। সীমানা পুনর্র্নিধারণ খসড়া করার পর নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ সংসদীয় আসনগুলো হচ্ছে নিন্মরূপ :
নারায়ণগঞ্জ-৩ আসন :
এ আসনে সোনারগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ আছে। সেগুলো হলো: কাঁচপুর, সাদিপুর, জামপুর, সনমান্দী, নোয়াগাঁও, বারদী, বৈদ্যের বাজার, শম্ভুপুরা,
পিরোজপুর, মোগরাপাড়া ইউনিয়ন।
এছাড়াও বন্দর উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো হলো: কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ, বন্দর ইউনিয়ন পরিষদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ, ধামগড় ইউনিয়ন পরিষদ এবং
মদনপুর ইউনিয়ন পরিষদ।
নারায়ণগঞ্জ-৪ আসন :
এ আসনে থাকছে সদর উপজেলার মোট ৭ টি ইউনিয়ন। সেগুলো হলো- ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর, আলীরটেক।
নারায়ণগঞ্জ-৫ আসন :
এ আসনে আসছে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড । ওয়ার্ডগুলোর এলাকা হলো-
১ নং ওয়ার্ডের আওতায় রয়েছে পাইনাদী পূর্ব অংশ ও মিজমিজি বাতানপাড়া (আংশিক)
২ নং ওয়ার্ডে রয়েছে পাইনাদী পূর্ব অংশ ও মিজমিজি বাতানপাড়া
৩ নং ওয়ার্ডে রয়েছে নিমাইকাশারী, নয়াআটি, বাঘমারা, সানারপাড়।
৪ নং ওয়ার্ডে রয়েছে শিমরাইল, আটি, উত্তর আজীবপুর (উত্তর অংশ), উত্তর আজীবপুর (দক্ষিণ অংশ)।
৫ নং ওয়ার্ডে রয়েছে আজীবপুর দক্ষিণ, সিদ্ধিরগঞ্জ কলাবাগান পূর্ব, সিদ্ধিরগঞ্জ কলাবাগান পশ্চিম, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও সিদ্ধিরগঞ্জ সাইলো।
৬ নং ওয়ার্ডে রয়েছে সুমিলপাড়া (সকল), আদমজী ইপিজেড, সোনামিয়া বাজার, বাগপাড়া, মন্ডলপাড়া।
৭ নং ওয়ার্ডে রয়েছে কদমতলী উত্তর, কদমতলী দক্ষিন, নয়াপাড়া
৮ নং ওয়ার্ডে রয়েছে ভূইয়াপাড়া, আরামবাগ, বাড়ৈপাড়া, তাঁতখানা, সৈয়দপাড়া, আইলপাড়া, এনায়েতনগর, ধনকুন্ডা
৯ নং ওয়ার্ডে রয়েছে জালকুড়ি পশ্চিম পাড়া, জালকুড়ি মাঝ পাড়া, জালকুড়ি উত্তর পাড়া
১০ নং ওয়ার্ডে রয়েছে বাগপাড়া, ২ নং ঢাকেশ্বরী কটন মিলস, আরামবাগ, রসুলবাগ, মীরপাড়া, চিত্তরঞ্জন কটন মিল এলাকা, আজিম মার্কেট, কো-অপারেটিভ, পাঠানটুলী ওয়াটার ওয়ার্কস সড়কের অংশ বিশেষ যা আজিম মার্কেটের খাল হতে এসিআই এর উত্তর পার্শ্ব পর্যন্ত।
১১ নং ওয়ার্ডে রয়েছে ওয়াটার ওয়ার্কস রোড বিআইডাব্লিউটিসি অংশ, খন্দকার পাড়া, নিউ হাজীগঞ্জ রোড, এসিআই, ঈশা খান রোড, হাজীগঞ্জ,তল্লা,নগর খানপুর (মোকরবা রোড), খানপুর ব্রাঞ্চ রোড (সরদার পাড়া অংশ)।
১২ নং ওয়ার্ডে রয়েছে সরদার পাড়া অংশ,মজিদ খানপুর, নিউ খানপুর (ব্যাংক কলোনী), ইসদাইর, মিশন পাড়া উত্তর চাষাড়া ।
১৩ নং ওয়ার্ডে রয়েছে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, আমলাপাড়া, মাছুয়াপাড়া, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, নবাব সলিমুল্লাহ রোড, কালীরবাজার, ডি এন রোড (হোল্ডিং নং-৯৮ হতে ১৩৫ পর্যন্ত)
১৪ নং ওয়ার্ডে রয়েছে ডি এন রোড, নন্দী পাড়া, দেওভোগ ওয়েস্ট রোড, শের-এ বাংলা রোড, জিয়শ ট্যাংক রোড, বঙ্গবন্ধু রোডের পশ্চিমাংশ (উকিল পাড়া)
১৫ নং ওয়ার্ডে রয়েছে পুরাতন কোর্ট এলাকা, দ্বিগুবাবুর বাজার, টি এন টি অফিস, মীরজুমলা রোড, সনাতন পাল লেন, চেম্বার রোড, টানবাজার এলাকা, কুটিপাড়া, আর কে মিত্র রোড, বংশাল রোড, বি দাস রোড, আর কে দাস রোড, নতুন জিমখানা, বঙ্গবন্ধু রোড, ভিক্টোরিয়া হাসপাতাল, নগর ভবন, মন্ডলপাড়া।
১৬ নং ওয়ার্ডে রয়েছে ১ নং বাবুরাইল, ২ নং বাবুরাইল দেওভোগ পাক্কা রোড, এল. এন. এ রোড শের-এ বাংলা রোড, পুরাতন জিমখানা।
১৭ নং ওয়ার্ডে রয়েছে পাইকপাড়া, নয়াপাড়া, আমহাট্টা, ভূঁইয়া পাড়া, শাহসুজা রোড, পাইকপাড়া খেলার মাঠ।
১৮ নং ওয়ার্ডে রয়েছে বি কে রোড, জমিদারী কাচারী গল্লী, নলুয়া রোড, তোলারাম সড়ক, সুলতান গিয়াস উদ্দিন রোড (তামাক পট্টি ও কদমতলী), গোপচর, শহীদনগর ডিয়ারা।
১৯ নং ওয়ার্ডে রয়েছে লক্ষারচর, শান্তিনগর (উত্তরাংশ), এম এন ঘোষাল রোড, ইসলামপুর রোড, পি এম রোড, ফরাজীকান্দা (দক্ষিণ-পশ্চিমাংশ)।
২০ নং ওয়ার্ডে রয়েছে ফরাজীকান্দা (উত্তরাংশ), কেএনসেন রোড (মাহমুদ নগর), কেএনসেন রোড (ডক ইয়ার্ড দক্ষিণাংশ), সোনাবিবি রোড (বেপারীপাড়া, সোনাকান্দা), দড়ি সোনাকান্দা, হাজীপুর (পশ্চিমাংশ)
২১ নং ওয়ার্ডে রয়েছে দত্তপাড়া (দক্ষিণাংশ), বাংলাদেশ পাড়া (দক্ষিণাংশ), শাহী মসজিদবাড়ী, সালেহনগর, কেএনসেন রোড (ডক ইয়ার্ড উত্তরাংশ), সোনাবিবি রোড (এনায়েতনগর, চৌধুরীপাড়া, নোয়াদ্দা), এসএস সাহা রোড (দক্ষিণাংশ)।
২২ নং ওয়ার্ডে রয়েছে দত্তপাড়া (উত্তরাংশ), বাংলাদেশ পাড়া (উত্তরাংশ), কোটপাড়া, বন্দর ঠাকুরবাড়ি, বন্দর কলোনী, স্বল্পের চক (দক্ষিণাংশ), এসএস সাহা রোড (উত্তর-পূর্বাংশ), এইচএম সেন রোড, উইলসন রোড (দক্ষিণাংশ)।
২৩ নং ওয়ার্ডে রয়েছে স্বল্পের চক (উত্তরাংশ), উইলসন রোড (উত্তরাংশ), একরামপুর, নবীগঞ্জ (দক্ষিণাংশ), কদমরসুল রোড, গোলাম আসাদ রোড (দক্ষিণাংশ)।
২৪ নং ওয়ার্ডে রয়েছে নবীগঞ্জ (উত্তরাংশ), টি হোসেন রোড (নবীগঞ্জ), শামসুদ্দিন ইলিয়াস শাহ রোড, গোলাম আসাদ রোড (উত্তরাংশ), বক্তারকান্দি দেউলী চৌড়াপাড়া (দক্ষিণাংশ), দেউলী চৌড়াপাড়া (দক্ষিণাংশ), বন্দর নোয়াদ্দা, উত্তর নোয়াদ্দা, কাইতাখালি, আমিরাবাদ।
২৫ নং ওয়ার্ডে রয়েছে চৌড়াপাড়া (উত্তরাংশ), দেউলী চৌড়াপাড়া (উত্তরাংশ), দাসের গাঁও (পশ্চিমাংশ), লক্ষণখোলা (দক্ষিণ-পশ্চিমাংশ)।
২৬ নং ওয়ার্ডে রয়েছে লক্ষণখোলা রোড (উত্তর-পশ্চিমাংশ), রামনগর , সোনাচরা , সোনাচরা বাগ, ইস্পাহানি ডকইয়ার্ড, কুটির বৃন্ধ, কুড়িপাড়া (খালপাড়)।
২৭ নং ওয়ার্ডে রয়েছে কুড়িপাড়া, চাপাতলী, লালখার বাগ, নাজিরগঞ্জ, বঙ্গ শাসন, মুরাদপুর, হরিপুর, ফুলহর (পশ্চিমাংশ)।