১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড
Published: 13th, April 2025 GMT
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জন নিয়ে খেলেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৩ এপ্রিল) রাতে নিচের দিকের আলাভেসকে তারা ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড রিয়ালকে কঠিন অবস্থায় ফেলে দেয়। তবে শেষ পর্যন্ত এডুয়ার্ডো কামাভিঙ্গার দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার এক বাঁকানো শটে গোল করেন কামাভিঙ্গা। তার এই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এর আগে আলাভেসের রাউল আসেনসিও একটি গোল করলেও সেটি ভিএআর চেকে বাতিল হয়ে যায়।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের ৩৮ মিনিটে এমবাপ্পে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে রিয়াল ১০ জনে পরিণত হয়। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলের খেলোয়াড় সংখ্যা সমান হয়ে যায়। ম্যাচের ৭০ মিনিটের মাথায় আলাভেসের মানু সানচেজ রিয়ালের ভিনিসিউস জুনিয়রকে একই ধরনের ফাউল করে লাল কার্ড দেখেন।
আরো পড়ুন:
বার্সা কোচের দাবি- মার্তিনেসের ট্যাকেল গোলের সমান
পেনাল্টি মিস করে বাজি হেরেছেন ভিনিসিয়ুস
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা। বার্সা একদিন আগেই লেগানেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে।
অন্যদিকে, আলাভেস ৩০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অর্থাৎ অবনমন অঞ্চলের একেবারে কাছাকাছি অবস্থান করছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//