জিমে বসা বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার পরনে অ্যাথলেটিক ড্রেস, মাথায় ক্যাপ। ব্যায়ামের ফাঁকে কথা বলছেন ৮৯ বছরের এই অভিনেতা। গতকাল ধর্মেন্দ্র তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
বয়স কেবলই সংখ্যা, জিমে গিয়ে ঘাম ঝরিয়ে তা আরো একবার প্রমাণ করলেন ধর্মেন্দ্র। ভিডিওতে এই অভিনেতা বলেন, “বন্ধুরা, আমি ব্যায়াম ও ফিজিওথেরাপি শুরু করেছি। আশা করছি, এটা দেখে তোমরা আনন্দিত হবে। আমার উরু এবং পেশীগুলো দেখো।” এরপরই নিজের উরু ও পেশী প্রদর্শন করেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রকে ব্যায়াম করতে দেখে বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। কেবল তাই নয়, শোবিজ অঙ্গনের তারকারাও দারুণ উচ্ছ্বসিত। এতে মন্তব্য করেছেন তার পুত্র সানি দেওল ও কন্যা এশা দেওল। অভিনেতা রণবীর সিং লেখেন, “অরজিন্যাল হি-ম্যান।” আমিশা প্যাটেল লেখেন, “সবচেয়ে সুদর্শন ও অমায়িক মানুষ।” টাইগার শ্রফ আগুন এবং লাল রঙের হার্টের ইমোজি পোস্ট করেছেন। তা ছাড়াও রেমো ডিসুজা, স্মিতা প্যাটেলসহ অনেক তারকাই মন্তব্য করেছেন।
আরো পড়ুন:
ভেঙে যাচ্ছে তারকা দম্পতির বিয়ে?
বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে। সেই সময়ে নিজের ছবি প্রকাশ করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।
ঢাকা/এনটি/ফিরোজ