সকালে ছিল ঝলমলে আকাশ। গরমও কম ছিল না। তবে দুপুরের পর থেকেই রাজধানীর আকাশে মেঘ জমতে শুরু করে। আজ বুধবার বেলা ৩টা থেকেই শুরু হয় বৃষ্টি। যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে, বৃষ্টি তখনো ঝরছে। এ বৃষ্টিতে রাজধানীর নানা স্থানে জমে গেছে পানি। তাতে বিশেষ করে অফিস ফেরত মানুষেরা পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তিন ঘণ্টায় রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ হিসাব বিকেল ৩টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বৃষ্টি এরপরও হয়েছে, হচ্ছে। আর শুধু রাজধানীতে নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

আজ যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আজ রাজধানীতে যতটা বৃষ্টি হয়েছে তা ছিল এ মাসে রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টি, এমনটাই বললেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

শাহীনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীর হিসাব দ্রুত পাওয়া গেলেও বাইরের বৃষ্টি কতটা হয়েছে তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি কাঙ্খিত ছিল। এতে কিছুটা সময় হলেও কমবে তাপ। তাতে এ বৃষ্টিতে নগরবাসীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন অফিস ফেরত মানুষজন। কারণ অনেকেই তো ছাতা নিয়ে বাইরে বেরোননি।

বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় যানজট

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ