ধানমন্ডিতে প্রাইভেটকারে চাঁদা নেওয়া সেই যুবক রিমান্ডে
Published: 17th, April 2025 GMT
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর যুবক আশরাফুল আলমকে (২৩) তিন দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম ওই আসামির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির ২/এ নম্বর রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে চাঁদা নিয়ে আসছিলেন। গাড়ি থামলেই তাদের চাঁদা দিতে হয়। গত রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে একটি প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করেন আশরাফুল। চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মনির হোসেন গতকাল আসামি আশরাফুলকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ড নেওয়ার আবেদন করেন।
ধানমন্ডি থানার ওসি আব্দুল আলিম সমকালকে বলেন, আদালত আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায়। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা আশরাফুল রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী তাকে বলেন, ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। আরোহীরা তাকে 'মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন 'কোনো সমস্যা' কি-না। গাড়ির ভেতর থেকে মোবাইল ফোনে ভিডিও করতে দেখে যুবক 'ভালো করে' ভিডিও করেন। চাঁদা নেওয়ার পর 'পারলে কিছু করতে' বলে চলে যান যুবক আশরাফুল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।
জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।