মেক্সিকোর আকাশে গভীর রাতে আলোর ঝলকানি
Published: 17th, April 2025 GMT
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আকাশ আলোকিত করল একটি উজ্জ্বল বস্তু, যাকে প্রথমে উল্কাপিণ্ড বলে মনে হয়েছিল। বুধবার রাত তিনটার দিকে নগরের ওপর দিয়ে এটিকে যেতে দেখা যায়।
লাতিন আমেরিকার দেশটিতে ফায়ারবলের (আলোক বল) ছুটে চলা এবং মেক্সিকো সিটির আকাশ আলোর ঝলকানিতে ভরে ওঠার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকের মনে বিস্ময় জাগিয়েছে।
দ্রুতই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের উপাদানে পরিণত হয়। ফায়ারবলের ছবির সঙ্গে কার্টুন ও নানা রাজনৈতিক কৌতুক মিলে ইন্টারনেটে রসিকতার বন্যা বয়ে যায়।
মেক্সিকোর বিজ্ঞানীরা জানিয়ে দেন, আকাশের বুকে ছুটে চলা বস্তুটি উল্কাপিণ্ড নয়, এটি ছিল আসলে একটি বলাইড (উজ্জ্বল আলোক গোলক)।
নাসার সংজ্ঞা অনুযায়ী, বলাইড একধরনের ফায়ারবল, যেগুলো অত্যন্ত উজ্জ্বল উল্কা। এগুলো এতটাই চোখধাঁধানো যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে তাদের দেখা যায়।
ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর মহাকাশবিজ্ঞানের গবেষক মারিও রদ্রিগেজ বলেন, এটাকে উল্কা বা উল্কার খণ্ডিত অংশ হিসেবে বর্ণনা করা যায়।
পৃথিবীতে ধেয়ে আসার সময়েই মেক্সিকোর আকাশে ছুটে চলা উজ্জ্বল উল্কাপিণ্ডগুলোয় আগুন ধরে যায়।
মেক্সিকোর বহু মানুষকে চমকে দেওয়া ভিডিওটি নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের একজন রদ্রিগেজ। তিনি আরও বলেন, ছুটে চলা বস্তুটির ওপর প্রচণ্ড চাপ থাকার কারণে এতে আলোর ঝলকানি শুরু হয়, একসময় প্রসারিত লেজ বের হয় এবং আলো বিকীর্ণ হয়।
রদ্রিগেজ বলেন, এই বিশেষ উল্কাখণ্ডটি দেড় মিটার দীর্ঘ। এতে জনসাধারণের জন্য কোনো ধরনের হুমকি ছিল না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।