সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাক ভর্তি উন্নত মানের শাড়ি, টিস্যু জর্জেট থানকাপড় ও চায়না ক্লে পাউডারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম ডাবলুকে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে ট্রাক ভর্তি উক্ত মালামালসহ হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলু (৩৫) সাতক্ষীরা শহরের মধুরমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সুপার জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থানকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে কলারোয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ট্রাকটি অনুসরণ করে তার পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটিকে ধাওয়া করে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানে গিয়ে গতিরোধ করা হয়।

এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও এর হেলপার ডাবলুকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৭। জব্দকৃত ট্রাকটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ট্রাকটি তল্লাশি চালিয়ে এক হাজার ১৫০ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৬০০ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার ও ৭১ বস্তা সাদা পাউডার ও সাগুর দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ জব্দ করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, ভোমরা স্থলবন্দরের রিয়াদ ট্রান্সপোর্ট এজেন্সির গাড়ির মাধমে এসব মালামাল এসেছে।

এছাড়া কোন সিএন্ডএফ এর মাধ্যমে এসব মালামালগুলো ভারত থেকে আনা হয়েছে এবং এর নেপথ্যে কারা জড়িত সেগুলো ডিবি পুলিশের অধিকতর তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হবে বলে জানান পুলিশ সুপার।

ঢাকা/শাহীন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কল র য়

এছাড়াও পড়ুন:

মাও. রইস এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের চাষাড়া  প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিবি রোড প্রদিক্ষন করে ২ নং  রেল গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন হামিদী বলেন, মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মাওলানা রইউদ্দিন একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন। তিনি বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় মহানগরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

দীর্ঘদিনের দায়িত্বে তিনি কোন অবহেলা করেননি, সততা ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের দাবি। যে পুলিশ সদস্য মাওলানা রইস উদ্দিনকে পানি পান করার প্রলোভন দেখিয়ে আবার পানি কেড়ে নিয়েছে তাকেও আমরা গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মাওলানা রইস উদ্দিন এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা শাহ মহিউদ্দিন হামিদীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মনির, মহানগরের আহ্বায়ক মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, মাওলানা জামাল উদ্দিন নূরী, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, মাওলানা মোঃ আমজাদ হোসেন, মাওলানা মোঃ জহিরুল ইসলাম তাহেরী, মাওলানা আবু নাসের মোঃ মুসা, মাওলানা আব্বাসউদ্দিন, মাওলানা হোসাইন রেজা কাদেরী, মাওলানা আল মিরাজ কাদেরী, আফজাল হোসেন তালুকদার, যুব সেনা এর সভাপতি মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা গোলাম পাঞ্জাতন আজহারী মাওলানা ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

 

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এল ২১ টন কচুর মুখি
  • ভারত থেকে এল ১২ টন কচুরমুখি 
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার
  • আখাউড়া দিয়ে ভারত থেকে এলো সাড়ে ১২ টন জিরা
  • মাও. রইস এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ
  • আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ
  • ৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা