সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিএনপি নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে ঘটনাটি ঘটে। 

আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন আজাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, “উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত আসা-যাওয়া করেন বিএনপি নেতা আজাদ। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে ওই সময় কথা-কাটাকাটি হয়।”

আরো পড়ুন:

চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরো বলেন, “আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানা গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে ইসলামী ছাত্র শিবিরের ৩-৪জন নেতাকর্মী আজাদের ওপর হামলা করে। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।”

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, “পহেলা বৈশাখে জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।”

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, “মারধরের ঘটনায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আহত বিএনপি নেতা আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানার ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, “জুমার নামাজ শেষে বিএনপি নেতা তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪-৫ জন ছেলে। তাদের মধ্যে একজন হঠাৎ করে আজাদকে ঘুষি মারে। তিনি যখন থানার ভেতরে দৌঁড় দেন, তখন তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।” 

তিনি আরো বলেন, “যিনি আঘাত করেছেন আমরা তার পরিচয় জানতে পেরেছি, তার দলীয় কোনো পদ-পদবি আছে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ব এনপ আহত র ন ত কর ম র উল ল প ড় উপজ ল ব এনপ ইসল ম

এছাড়াও পড়ুন:

সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি

সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’

অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ