Samakal:
2025-11-03@14:40:33 GMT

মন্টু-ঝন্টু ও পাখি রহস্য

Published: 18th, April 2025 GMT

মন্টু-ঝন্টু ও পাখি রহস্য

মন্টু-ঝন্টু দুই বন্ধু। একই স্কুলে একই শ্রেণিতে পড়ে। থাকেও একই এলাকায়। ঝন্টুর মামা ঢাকায় থাকেন। তবে অন্য এলাকায়। সেদিন ভোরে মামা ফোন দিয়ে জানালেন, তাদের পাশের বাসায় ডাকাত পড়েছে। এমন ঘটনা জানার পর ঝন্টুদের পরিবারের সবাই নড়েচড়ে বসে। ঝন্টুর মা কাজের খালা আফিয়ার মাকে ডেকে বলে দিলেন, ‘খবরদার! হুট-হাট দরজা খুলবা না। বেল বাজলে দরজার আই হোল দিয়ে দেখে পরিচিত হলে দরজা খুলবা; নাহয় আমাদের ডাকবা।’
আফিয়ার মাও মনে হলো ভয় পেয়েছেন। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন, ‘জ্বে আম্মা। আইচ্ছা।’
রঞ্জু মামার পাশের বিল্ডিং-এর পাঁচ তলায় ডাকাতির ঘটনা ইন্টারেস্টিং বলেই মনে হলো ঝন্টুর। দিনে-দুপুরে ডাকাতির কথাটা আগে বই-পুস্তকে পড়েছে। এ ডাকাতিটা বাস্তবেই দিনে-দুপুরে ডাকাতি! ডাকাতরা ঢুকেছে যখন তখন দুপুর ১২টা ৫ মিনিট। একটা বিকট শব্দে পাশের ট্রান্সফরমারটা বিস্ফোরিত হওয়ায় বিদ্যুৎ চলে গিয়েছিলো। জেনারেটরের সাহায্যে লিফট চালু হলেও ডাকাতরা লিফটে না উঠে সিঁড়ি বেয়ে উঠেছিলো। এটি বোঝা গেছে ডাকাতদল চলে যাওয়ার পর অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ফুটেজ দেখে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামি ধরার চেষ্টা করছে। বাসায় তখন একমাত্র কাজের খালা ছিলেন। খালা বয়স্ক হওয়ায় আর তাঁর মৃগী রোগ থাকায় ডাকাত দেখে দাঁত কপাটি লেগে গোঁ গোঁ করে জ্ঞান হারিয়ে ফেলায় ডাকাতদের কাজ করতে বেশ সুবিধা হয়েছে!
অজ্ঞান খালাকে বেঁধে রেখে বাসার আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা সবই নিয়েছে তারা। জেনারেটরের শব্দে ডাকাতদের সুবিধা হয়েছে। কারণ, বাইরের কেউ আলমারির তালা ভাঙার শব্দ পায়নি। জেনারেটরের প্রচণ্ড শব্দ পাঁচতলা থেকে অতি সহজেই পাওয়া যাচ্ছিলো। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে আপাদমস্তক কালো বোরকায় ঢাকা দুই মহিলা ঢুকছে ওই ফ্ল্যাটে। সম্ভবত কাজের খালার কাছে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য এই বেশ ধারণ। ডাকাতরা লিফটে ওঠেনি। এর কারণ হতে পারে ডাকাত দু’জনের কোনো একজন এই অ্যাপার্টমেন্ট ভবনের সবার কাছে পরিচিত। লিফটে উঠলে বোরকা পরা সত্ত্বেও কারও না কারও চোখে ধরা পড়ার আশঙ্কা থাকে! এই রিস্ক হয়তো ডাকাতরা নিতে চায়নি। ডাকাতির বাকি সব কিছুই ট্র্যাডিশনাল স্টাইলের সাথে মিলে গেছে। যেমন, ঘরে লোকজন কম থাকার সময়কে ডাকাতির জন্য বেছে নেওয়া। কাজের খালার সরলতা বা অসচেতনতার সুযোগে ঘরে ঢুকে পড়া। খালাকে বেঁধে রেখে টাকা-পয়সা, ধন-সম্পদ সব লুটে নেওয়া। শুধু একটা জায়গায় অমিল পাওয়া গেলো–তা হলো পাখি ডাকাতি। ওই ফ্ল্যাটে একটা পোষা তোতা ছিলো। ডাকাতরা তোতাটাকেও নিয়ে গেছে। ডাকাতদের মধ্যে কোনো একজনের হয়তো পাখি পছন্দ করতো। সেজন্যই নিয়েছে; মনে মনে ভাবলো ঝন্টু।
ডাকাতদের সবকিছুই খারাপ নয়– এরকম একটি বিষয় নিয়ে আলাপের জন্য মন্টুকে ফোন দেবে মনে করতে মন্টুর ফোন চলে এলো। মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে ‘হ্যালো’ বলতে উদ্বিগ্ন মন্টুর গলা শোনা গেলো।
একটু আগে আমাদের পাড়ায় একটা অদ্ভুত চুরি হয়েছে। চোর ঘরের কিছুই নেয়নি। শুধু দেয়ালে টাঙ্গানো একটি ছবি নিয়ে গিয়েছে।
বলিস কী! শুধু একটি ছবি নেওয়ার জন্য চোর ঢুকেছে?
হ্যাঁ। ছবিটি যে কোনো দামি ছবি তাও নয়। সাধারণ মোবাইল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট করে বাঁধাই করা হয়েছে। একটি ময়না পাখির ছবি।
অবাক কাণ্ড! ঝন্টু আপন মনে বলে ওঠে। ডাকাতরা পাখি ডাকাতি করে; চোর চুরি করে পাখির ছবি। এ আবার কোন রহস্য!
ময়না চুরি না করে তার ছবি চুরি করেছে। কারণ কী? ঝন্টু জিজ্ঞেস করলো।
আরে ময়নাটা বাসায় ছিলো না। ময়নাসহ বাসার লোকজন গ্রামের বাড়িতে গিয়েছিলো বেড়াতে। চোর ঢুকে ছিলো ফাঁকা ঘরে। রান্নাঘরের ‍গ্রিল কেটে ঢুকেছিলো। বাড়ির দারোয়ান শব্দ পেয়ে ওপরে উঠে এসে তালা খুলে দেখে সব ঠিক আছে। শুধু ড্রয়িং রুম থেকে ময়না পাখির ছবিটা উধাও।
আশ্চর্যের বিষয় কি জানিস? মগবাজারে আমার মামার অ্যাপার্টমেন্টের ওপরের তলার এক ফ্ল্যাটেও গতকাল ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের সবকিছু নিয়েছে সাথে পোষা তোতা পাখিটাও।
তাহলে তো দুটো ঘটনার একটা জায়গায় মিল আছে। সেটি হলো পাখি। এবং দুটোই কথা বলা পাখি; টকিং বার্ড। ঝন্টু যোগ করলো।
কারেক্ট। এ থেকে একটি বিষয় পরিষ্কার হচ্ছে। কথা বলা পাখির মধ্যে মূল্যবান কিছু খুঁজে পেয়েছে চোর-ডাকাত সম্প্রদায়।
সিসি ক্যামেরার ভিডিও দেখে অভিযান চালালো দুই বন্ধু। তবে পুলিশ ডাকাত ভেবে তাদের ধরে নিয়ে গেলো থানায়। পরে তাদের কাছ থেকে সব শুনে সবাই তাদের প্রশংসা করে। আসল ডাকাতদের ধরে নেয় পুলিশ। ওদের কৌতূহলী মন আর সাহসের কারণে আন্তঃদেশীয় ডাকাত দলের সদস্যরা ধরা পড়ে। মূলত, এই ডাকাতদলই পাখি বিক্রি করে এবং পাখির মাধ্যমে বিভিন্ন বাসার গোপন তথ্য সংগ্রহ করে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্ব ইজতেমা মার্চে 

প্রতিবছর জানুয়ারিতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে মার্চ মাসে করা হবে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ এ তথ্য জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ বা শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।

আরো পড়ুন:

শেষ হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা

দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত বছরগুলোতে দুই পর্বে বিশ্ব ইজতেমা হলেও আগামী বছর এক পর্বে হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বা সাদপন্থিদের ইজতেমা আয়োজনের সুযোগ থাকবে না। 

মুফতি কেফায়েতুল্লাহ বলেছেন, “তাবলিগ জামাত বাংলাদেশ তাবলিগি এ মেহনতকে দ্বীনি মেহনত হিসেবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আমরা আগামী বিশ্ব ইজতেমা মার্চে আয়োজনের বিষয়ে একমত হয়েছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত রাষ্ট্রীয় কার্যক্রমে সরকারের প্রতি সহযোগিতার শামিল।”

বিশ্ব ইজতেমা সাদপন্থিরা আয়োজন করতে পারবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই।”

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অনুরোধ তুলে ধরা হয়।
১. আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগেই ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করা।

২. ইজতেমা যথাযথভাবে সম্পন্ন করতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) ঘোষণা।

৩. ইজতেমায় আসা বিদেশি অতিথিদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ-সংক্রান্ত পরিপত্র জারি করা।

ঢাকা/রায়হান/রফিক

সম্পর্কিত নিবন্ধ