নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। শনিবার পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ নিয়ে বাছাইয়ের পাঁচ ম্যাচে চতুর্থবার আগে ব্যাট করছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফর্মহীন সুবহানা মোস্তারির বদলে একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তার। বাকি খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আগের একাদশেরই অংশ।  

এরইমধ্যে বাছাইপর্বের আগের চার ম্যাচে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। তবে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। জয় পেলেই সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। তবে হারলে তাকিয়ে থাকতে হবেওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। এমন পরিস্থিতিতে জ্যোতিদের কেবল নিজেদের ম্যাচে জিতলেই চলবে না, ক্যারিবীয়দের পরাজয়ও কামনা করতে হবে। কিংবা জিতলেও যেন বড় ব্যবধানে না জেতে, সেটিও থাকবে বিবেচনায়।  

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।  

পাকিস্তান একাদশ: শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের

ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

সম্পর্কিত নিবন্ধ