‘ডন’ ও ‘ডন ২’—শাহরুখ খান অভিনীত এই দুই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফারহান আখতার পরিচালিত এ ফ্র্যাঞ্চাইজিকে এখনো শাহরুখের ক্যারিয়ারের অন্যতম আইকনিক কাজ হিসেবে ধরা হয়। ‘ডন ২’–তে দিওয়ান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলী খান। সম্প্রতি এ অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে এসেছে আলোচনায়। যেখানে শাহরুখের ‘অতি আত্মবিশ্বাস’–এর কারণে আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরা সরঞ্জাম ভাঙার ঘটনা উঠে এসেছে।

আরও পড়ুনশাহরুখ নেই, কে হচ্ছেন নতুন ডন২০ মে ২০২৩

দৃশ্যটি ছিল গাড়ি তাড়া করার। শুটিং চলছিল জার্মানির বার্লিনে। দৃশ্যটিতে প্রিয়াঙ্কা চোপড়ার গাড়ি শাহরুখের গাড়িকে ধরার চেষ্টা করছিল। অভিনেতার পাশে সিটে বসা ছিলেন আলী খান। দৃশ্যটিতে শাহরুখ তাঁর ড্রাইভিং দক্ষতার ওপর বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে এক দৃশ্যেই আড়াই কোটি রুপির ক্ষতি হয়েছিল!
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের সঙ্গে শুটিংয়ের সেদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে আলী খান বলেন, ‘প্রথমবার দৃশ্যটি সুন্দরভাবে সম্পন্ন করেন শাহরুখ, কিন্তু দ্বিতীয়বার ঠিকঠাক হয়নি। তাই পুনরায় দৃশ্যটি ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গাড়ি যে মার্কিংয়ে রাখার কথা ছিল, তা থেকে কিছুটা বাঁ পাশে সরিয়ে রেখেছিলেন শাহরুখ, তখন অন্য স্টান্ট গাড়ি সরাসরি আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে শাহরুখ উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করেন ঠিক আছি কি না। মুহূর্তেই সবাই সেখানে জড়ো হয়ে সবকিছু ঠিক আছে কি না দেখছিলেন। কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যায়, আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরার সরঞ্জাম ভেঙে যায়।’

আলী খান জানান, শাহরুখ তাঁর ভুল স্বীকার করে নিজেকে ‘অতি আত্মবিশ্বাসী’ বলে অভিহিত করেছিলেন।
উল্লেখ্য, ৭৬ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ডন ২’–এর সহপ্রযোজক ছিলেন শাহরুখ খান। ছবিটি যৌথভাবে এক্সেল এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছিল। বিশ্বব্যাপী এটি ২১০ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ