শুটিং সেটে আড়াই কোটি রুপির ক্যামেরা সরঞ্জাম ভাঙেন শাহরুখ
Published: 19th, April 2025 GMT
‘ডন’ ও ‘ডন ২’—শাহরুখ খান অভিনীত এই দুই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফারহান আখতার পরিচালিত এ ফ্র্যাঞ্চাইজিকে এখনো শাহরুখের ক্যারিয়ারের অন্যতম আইকনিক কাজ হিসেবে ধরা হয়। ‘ডন ২’–তে দিওয়ান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলী খান। সম্প্রতি এ অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে এসেছে আলোচনায়। যেখানে শাহরুখের ‘অতি আত্মবিশ্বাস’–এর কারণে আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরা সরঞ্জাম ভাঙার ঘটনা উঠে এসেছে।
আরও পড়ুনশাহরুখ নেই, কে হচ্ছেন নতুন ডন২০ মে ২০২৩দৃশ্যটি ছিল গাড়ি তাড়া করার। শুটিং চলছিল জার্মানির বার্লিনে। দৃশ্যটিতে প্রিয়াঙ্কা চোপড়ার গাড়ি শাহরুখের গাড়িকে ধরার চেষ্টা করছিল। অভিনেতার পাশে সিটে বসা ছিলেন আলী খান। দৃশ্যটিতে শাহরুখ তাঁর ড্রাইভিং দক্ষতার ওপর বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে এক দৃশ্যেই আড়াই কোটি রুপির ক্ষতি হয়েছিল!
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের সঙ্গে শুটিংয়ের সেদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে আলী খান বলেন, ‘প্রথমবার দৃশ্যটি সুন্দরভাবে সম্পন্ন করেন শাহরুখ, কিন্তু দ্বিতীয়বার ঠিকঠাক হয়নি। তাই পুনরায় দৃশ্যটি ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গাড়ি যে মার্কিংয়ে রাখার কথা ছিল, তা থেকে কিছুটা বাঁ পাশে সরিয়ে রেখেছিলেন শাহরুখ, তখন অন্য স্টান্ট গাড়ি সরাসরি আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে শাহরুখ উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করেন ঠিক আছি কি না। মুহূর্তেই সবাই সেখানে জড়ো হয়ে সবকিছু ঠিক আছে কি না দেখছিলেন। কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যায়, আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরার সরঞ্জাম ভেঙে যায়।’
আলী খান জানান, শাহরুখ তাঁর ভুল স্বীকার করে নিজেকে ‘অতি আত্মবিশ্বাসী’ বলে অভিহিত করেছিলেন।
উল্লেখ্য, ৭৬ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ডন ২’–এর সহপ্রযোজক ছিলেন শাহরুখ খান। ছবিটি যৌথভাবে এক্সেল এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছিল। বিশ্বব্যাপী এটি ২১০ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছিল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে