শুটিং সেটে আড়াই কোটি রুপির ক্যামেরা সরঞ্জাম ভাঙেন শাহরুখ
Published: 19th, April 2025 GMT
‘ডন’ ও ‘ডন ২’—শাহরুখ খান অভিনীত এই দুই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফারহান আখতার পরিচালিত এ ফ্র্যাঞ্চাইজিকে এখনো শাহরুখের ক্যারিয়ারের অন্যতম আইকনিক কাজ হিসেবে ধরা হয়। ‘ডন ২’–তে দিওয়ান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলী খান। সম্প্রতি এ অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে এসেছে আলোচনায়। যেখানে শাহরুখের ‘অতি আত্মবিশ্বাস’–এর কারণে আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরা সরঞ্জাম ভাঙার ঘটনা উঠে এসেছে।
আরও পড়ুনশাহরুখ নেই, কে হচ্ছেন নতুন ডন২০ মে ২০২৩দৃশ্যটি ছিল গাড়ি তাড়া করার। শুটিং চলছিল জার্মানির বার্লিনে। দৃশ্যটিতে প্রিয়াঙ্কা চোপড়ার গাড়ি শাহরুখের গাড়িকে ধরার চেষ্টা করছিল। অভিনেতার পাশে সিটে বসা ছিলেন আলী খান। দৃশ্যটিতে শাহরুখ তাঁর ড্রাইভিং দক্ষতার ওপর বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে এক দৃশ্যেই আড়াই কোটি রুপির ক্ষতি হয়েছিল!
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের সঙ্গে শুটিংয়ের সেদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে আলী খান বলেন, ‘প্রথমবার দৃশ্যটি সুন্দরভাবে সম্পন্ন করেন শাহরুখ, কিন্তু দ্বিতীয়বার ঠিকঠাক হয়নি। তাই পুনরায় দৃশ্যটি ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গাড়ি যে মার্কিংয়ে রাখার কথা ছিল, তা থেকে কিছুটা বাঁ পাশে সরিয়ে রেখেছিলেন শাহরুখ, তখন অন্য স্টান্ট গাড়ি সরাসরি আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে শাহরুখ উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করেন ঠিক আছি কি না। মুহূর্তেই সবাই সেখানে জড়ো হয়ে সবকিছু ঠিক আছে কি না দেখছিলেন। কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যায়, আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরার সরঞ্জাম ভেঙে যায়।’
আলী খান জানান, শাহরুখ তাঁর ভুল স্বীকার করে নিজেকে ‘অতি আত্মবিশ্বাসী’ বলে অভিহিত করেছিলেন।
উল্লেখ্য, ৭৬ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ডন ২’–এর সহপ্রযোজক ছিলেন শাহরুখ খান। ছবিটি যৌথভাবে এক্সেল এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছিল। বিশ্বব্যাপী এটি ২১০ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছিল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।