ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরি লেগে আছে তার। আল হিলালে যোগ দেওয়ার পর দেড় বছর ইনজুরিতে বরবাদ হয়েছে সেলেসাও তারকার। ব্রাজিলের জার্সিতে ফেরায় আশায় আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন তিনি। 

কিন্তু শৈশবের ক্লাবেও ইনজুরিতে জর্জরিত সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। গত ৩১ জানুয়ারি নেইমারের সান্তোসে ফেরার খবর নিশ্চিত হয়। পরের আড়াই মাসে তিনবার ইনজুরিতে পড়েছেন তিনি। প্রথম দু’বার ছোট ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফিরলেও এবারের ইনজুরিতে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারের। 

নেইমার অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তখনই মনে হচ্ছিল, তার ইনজুরি গুরুতর। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, নেইমার ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। 

এর আগে ইনজুরিতে পড়া নেইমারের ম্যাচ খেলার ফিটনেস ও ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত ফিট না হয়ে নেইমার ম্যাচ খেলতে নেমে যান। এছাড়া ইনজুরির সময়ে অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন তিনি। যে কারণে ইনজুরি তার পিছু ছাড়ছে না বলেও অভিযোগ করা হয়।  

নেইমার সান্তোসে ফেরায় ভক্তরা তাকে বাহবা দিয়েছিলেন। জাতীয় দলে খেলার পরিকল্পনায় সান্তোসে ম্যাচ খেলতে চাওয়ার বিষয়টিকে ইতিবাচক বলা হচ্ছিল। কিন্তু একের পর এক নেইমার ইনজুরিতে পড়ায় এবার তাই অবসর চাইছেন ব্রাজিলের ভক্তরাই। তার অবসরের সময় হয়ে গেছে সোস্যাল মাধ্যমে পোস্ট করেছেন ভক্তরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ইনজ র ত

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে