শরীরের যেমন সীমা আছে, তেমনি মনেরও ক্লান্তি আছে: সোহেল রানা
Published: 19th, April 2025 GMT
সোহেল রানা। কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক। রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। দুই মাধ্যমেই বর্ণিল ক্যারিয়ার তাঁর। কিন্তু সম্প্রতি অভিনয় ও রাজনীতি দুই মাধ্যম থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। কেন এ অবসরের ঘোষণা। তা নিয়েই কথা হয় সমকালের সঙ্গে।
সমকাল: অভিনয় ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
সোহেল রানা: হঠাৎ কিছু না। সময় অনেক কিছুই শিখিয়ে দেয়। আমি প্রায় পাঁচ দশক ধরে কাজ করে আসছি– সিনেমা, প্রযোজনা, রাজনীতি সব মিলিয়ে জীবনের সিংহভাগ সময় ব্যস্ত থেকেছি। এখন বয়স হয়েছে। শরীরের যেমন সীমা আছে, তেমনি মনেরও ক্লান্তি আছে। এ বয়সে এসে মনে হচ্ছে, এখন থামার সময়। তাই থামলাম।
সমকাল: শারীরিক সমস্যার কারণেই এ সিদ্ধান্ত?
সোহেল রানা : বয়সই তো একটা বড় ফ্যাক্টর। আগের মতো তো এখন আর ১৬-১৮ ঘণ্টা শুটিং করার শক্তি নেই। ডাক পেলেই ছুটে যেতে পারব না। অনেক দিন ধরে অভিনয়েও নেই। নিয়মিত ডাক্তারদের পরামর্শে চলতে হয়। সবকিছু মিলিয়ে পরিবারের চোখে চোখে থাকতে হয়। তারা কেউ চায় না আমি আর অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি। এ ছাড়া আমি মনে করি, শরীর আর মন একসঙ্গে না থাকলে অভিনয়টা পরিপূর্ণ হয় না। কখনোই চাইনি দর্শক আমাকে দুর্বল দেখে মনে করুক, ‘উনি তো আগের মতো নেই।’ আমি চাই, সবাই যেন আমাকে মনে রাখে সেই সোহেল রানা হিসেবেই– যিনি আত্মবিশ্বাস নিয়ে চরিত্রে ডুবে যেতেন।
সমকাল: রাজনীতিও কি একই কারণে ছাড়লেন?
সোহেল রানা : আমি মূলত রাজনীতিরই লোক। ভালোবেসেই রাজনীতি করেছিলাম। মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। কিন্তু রাজনীতি মানে শুধু ভালোবাসা নয়, এটা দায়িত্ব আর সিদ্ধান্তের জায়গা। এখন যেভাবে রাজনীতির গতিপথ বদলেছে, সেখানে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বয়সও সায় দিচ্ছে না। আমিও বেশ ক্লান্ত, তাই সরে দাঁড়ানোই শ্রেয় মনে করছি।
সমকাল: এই বিদায় কি স্থায়ী?
সোহেল রানা : আমি বলব– হ্যাঁ, স্থায়ী। তবে শিল্পী হিসেবে যদি কখনও এমন কোনো কিছুর জন্য ডাক আসে, যেটা আমার হৃদয়ের খুব কাছের, যেটা দিয়ে কিছু বলার থাকে, তাহলে ভেবে দেখব।
সমকাল: সবকিছু এভাবে ছেড়ে থাকতে কষ্ট হবে না?
সোহেল রানা : মানুষকে তো কষ্টের ওপর দিয়েই জীবনযাপন করতে হয়। পৃথিবীতে কেউ আছে যে, তার কষ্ট নেই। এখন যদি রাজনীতি ও অভিনয় দুটিই করি, তাহলেও তো কষ্ট হবে। জীবনের জন্য ঝুঁকিও থাকবে। আবার ছেড়ে থাকতেও কষ্ট হবে। তবে এখন যে বয়স, তাতে বিশ্রামে থাকাটাই আমার জন্য শ্রেয়। পরিবারও উৎকণ্ঠায় থাকবে না। কষ্ট আর ভালো থাকা মিলিয়েই থাকা হবে।
সমকাল: ক্যামেরার পেছনে বা অন্য কোনো ভূমিকায় থাকতে চান?
সোহেল রানা : এখন ইচ্ছে করছে নিজের মতো করে বাঁচতে। পরিবারের সঙ্গে সময় কাটাতে, পুরোনো সিনেমা দেখতে, বই পড়তে। তবে হ্যাঁ, তরুণদের যদি কিছু শেখাতে পারি, গাইড করতে পারি– তাতে ভালো লাগবে। ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হলে অবশ্যই সেটা করতে চেষ্টা করব।
সমকাল: দর্শকদের উদ্দেশে কিছু বলার আছে?
সোহেল রানা : দর্শকই একজন শিল্পীর জীবনের মূলশক্তি। আপনারাই আমাকে ‘সোহেল রানা’ বানিয়েছেন। ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার অভিনয় বা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আমি সত্যিই কৃতজ্ঞ। আমার অভিনীত সিনেমাগুলো যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পারে, তবেই আমি সার্থক।
-
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র জন ত সমক ল
এছাড়াও পড়ুন:
২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তা করার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএসইসির জরুরি কমিশন সভায় এ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। আজ বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক দরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা।
বিএসইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।
মামলার আসামিদের বাইরে আরো যে ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক আবুল হাসান, পরিচালক ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক নানু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান এবং সহকারী পরিচালক তরিকুল ইসলাম।
যে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, তারা হলেন- মাকসুদা মিলা, সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) এবং কাউসার পাশা বৃষ্টি, ব্যক্তিগত কর্মকর্তা।
বরখাস্তের আদেশে হিসেবে গত ৫ মার্চ শেয়ারবাজার তদন্ত কমিটির চারটি প্রতিবেদনের বিষয় সিদ্ধান্ত গ্রহণের সময় বৈঠককালে কমিশনের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তারা জোরপূর্বক প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের হেনস্তা এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
সাময়িক বরখাস্ত মিরাজ উস সুন্নাহর বিরুদ্ধে জোরপূর্বক কমিশন সভায় ঢুকে চেয়ারম্যান ও কমিশনারদের অভিযোগ আনা হলেও ওই সভায় চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে আগে থেকেই উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আগেই (গত ৬ মার্চ) ১৬ জনের বিরুদ্ধে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেছিলেন। এ মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনে আছেন তারা।
মামলার ১৬ আসামির মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরেকজন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।
ওই মামলার আসামিদের বাইরে আরো ছয়জনকে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে।