স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, প্রতিবাদ করায় মারধর
Published: 20th, April 2025 GMT
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে স্ত্রীকে বাজে ইঙ্গিত এবং অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্বামীসহ তিনজন। আজ রোববার স্টেশনে বেড়াতে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
হামলায় চুন্নু আলম, তাঁর স্ত্রী সাদিয়া পারভিন মালা ও তাদের বন্ধু সোলেমান ইসলাম সাগরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, শহরের ফতেমোহাম্মদপুর এলাকার চুন্নু আলম স্ত্রী সাদিয়াকে সঙ্গে নিয়ে বাইপাস স্টেশনে বেড়াতে যান। তারা সেখানকার বিভিন্ন দৃশ্যের ছবি তুলছিলেন। এ সময় সিহাব হোসেন ও সোহান আলী নামের দুই তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় বাজে ইঙ্গিত করে।
চুন্নু স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ জানালে দু’জনসহ সঙ্গে থাকা রমজান আলী, মতিউর রহমান, পাঁচু মিয়াসহ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে পিটিয়ে সেখানে ফেলে দেয়। খবর পেয়ে বন্ধু সাগর তাঁকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান।
আহত চুন্নু বলেন, ‘আমি স্ত্রীকে বাইপাস স্টেশনের গ্রামীণ পরিবেশ ও সৌন্দর্য দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে বখাটেরা তাঁকে ইভটিজিং করলে আমি প্রতিবাদ করি। এতে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় সিহাব ও সোহান।’
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রভাবশালী মতিউর রহমান ওরফে মতি মেম্বারের ছেলে সিহাব। তিনি বাবার দাপটে এলাকায় বখাটে আচরণ করলেও ভয়ে কেউ তাকে কিছু বলে না। এ বিষয়ে চেষ্টা করেও সিহাব ও সোহানের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সিহাবের বাবা মতিউর রহমান বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, বাইপাস স্টেশনের ঘটনাটি লোকমুখে শুনেছেন। থানায় দেওয়া অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।