ঢাকার হাতিরঝিলে গুলিবিদ্ধ ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সিকদার (৩৫) মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরিফ সিকদারের বোন লাবনী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু প্রথম আলোকে বলেন, মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে আরিফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনরাজধানীর হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ২০ এপ্রিল ২০২৫

নিহত আরিফের ছোট বোন লাবনী আক্তার গতকাল রোববার বলেন, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে মগবাজার আমবাগান এলাকায় চার থেকে পাঁচ যুবক কথা–কাটাকাটির এক পর্যায়ে তাঁকে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে বলে খবর পান। পরে হাতিরঝিল থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ