আ.লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৪০
Published: 21st, April 2025 GMT
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে খুলনার তিনটি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। দলটির ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সোমবার (২১ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলাগুলো হয়।   
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় নাম না জানা আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
আরো পড়ুন:
রিকশায় তুলে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনায় মামলা
অঝোরে কাঁদছেন পারভেজের মা
খালিশপুর থানার ওসি মো.                
      
				
আড়ংঘাটা থানার ওসি তুহিন উজ জামান বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই শেখ ইসতিয়াক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ৩০-৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব বলেন, নগরীর হরিণটানা থানায় ২২ জনকে, খালিশপুর থানায় ৭ জনকে এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া কেসিসির লাইসেন্স অফিসার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর র ঘটন য় আওয় ম
এছাড়াও পড়ুন:
এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/
বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/