দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও খবরের শিরোনামে। এবার তিনি আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম এবং সম্ভাব্য বিয়ের গুঞ্জন নিয়ে। সামান্থার প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্য এখন অতীত। তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকেই গুঞ্জন ছিল, সামান্থা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এ প্রেমের মানুষটি নাকি জনপ্রিয় পরিচালক জুটি রাজ-ডিকে-র অন্যতম সদস্য রাজ নিদিমোরু।
গেল বছর নভেম্বরে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে রাজ ও ডিকের পরিচালনায় অভিনয় করেছেন সামান্থা। এর আগেও ২০২১ সালে তারা নির্মিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাঁকে দেখা গিয়েছিল। দুই প্রজেক্টেই রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
এই মুহূর্তে সামান্থা ব্যস্ত তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’ নিয়ে, যা ৯ মে মুক্তি পাচ্ছে। তার আগে তেলেঙ্গানার বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে যান তিনি। বিশেষ কথা হলো, এই পূজায় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক রাজ নিদিমোরুও।
দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে অনেকেই মনে করছেন, সামান্থা ও রাজ হয়তো খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। কেউ কেউ বলছেন, বিয়ের আগেই আশীর্বাদ নিতে মন্দিরে গেছেন তারা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সামান্থা বা রাজ দু’জনের কেউই কোনো মন্তব্য করেননি।
এখন ভক্তরা অপেক্ষায় আছেন, কবে এই সম্পর্ক নিয়ে মুখ খুলবেন সামান্থা। এখন যা পরিস্থিতি, বিয়ের খবরটা খুব একটা অবাক করার মতো নাও হতে পারে!
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুসারে গয়ায় এবং ৭ অক্টোবর খ্রিষ্টান রীতিনীতি অনুসারে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এ দম্পতি। পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। ইতোমধ্যে অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন নাগা।
এদিকে ২০২৩ সালের ডিসেম্বরে অভিনেত্রী সামান্থা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন। সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাঁকে বলেছিলেন যে, তিনি তাঁর প্রথম প্রযোজনায় কাজ করা প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রেখেছেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি তাঁর সিনেমার অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের সমতা নিশ্চিত করেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাসির-তামিমার মামলার শুনানি বিব্রত আদালত, বদলির আদেশ
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে বিব্রত বোধ করেছেন আদালত। মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
সোমবার এ মামলায় নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। নাসির হোসেন এবং তামিমা সুলতানা আদালতে হাজির হন।
তাদের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে দুটি আবেদন করেন। এর মধ্যে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয়। কারণ হিসেবে আজিজুর রহমান দুলু বলেন, “এ মামলার বিচার চলছে। এ অবস্থায় বাদীপক্ষের আইনজীবী গত ১৬ এপ্রিল মিডিয়াতে বলেন, নাসির হোসেন ব্যাভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। বিচার শেষে আদালত নির্ধারণ করবেন, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কি না এবং ব্যাভিচার করেছেন কি না।”
একই সঙ্গে আসামিদের আত্মপক্ষ শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পুরো অভিযোগ না শুনিয়ে সারসংক্ষেপ পড়ে শোনানোর আবেদন করেন নাসির ও তামিমার আইনজীবী।
এদিকে, বাদীপক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী আগে বাদীপক্ষে মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না।
দুই পক্ষের শুনানি শেষে আদালত বলেন, উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার আছে। এটা বিজি কোর্ট। একটা মামলার শুনানি করতে যে ধৈর্য দরকার, এত সময় এই আদালতের নেই। এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে। আমি বিব্রত বোধ করে মামলাটা অন্য কোর্টে পাঠিয়ে দিই। এতে আপনারা কি নাখোশ হবেন?
তখন আইনজীবীরা জানান, এতে তাদের আপত্তি নেই। তখন আদালত বলেন, মামলাটা বদলি করে সিএমএম বরাবর পাঠিয়ে দিই। সিএমএম মামলাটি একটা কোর্টে পাঠিয়ে দেবেন।
এর আগে গত ১৬ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান তিন জনকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে, এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা/এম/রফিক