দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
Published: 22nd, April 2025 GMT
‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট বিয়ে করেছেন। গত ১৯ এপ্রিল তার দীর্ঘদিনের বান্ধবী এবং চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। খবরটি নিশ্চিত করেছে টিএমজেড। সূত্র অনুসারে, স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেছেন। বাগদানের ঘোষণা দেওয়ার চার বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
জানা গেছে, এক সপ্তাহ আগে আদালত থেকে এই দম্পতি তাদের বিয়ের লাইসেন্স পেয়েছেন। স্টুয়ার্টের বাসভবনে তার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবসম্পতির বিয়ের অনুষ্ঠানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ছবিতে মেয়ারকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, অন্যদিকে স্টুয়ার্টকে ধূসর পোশাকে দেখা যাচ্ছে। একটি ছবিতে ‘স্পেন্সার’ তারকা মেয়ারের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন।
এর আগে ২০২১ সালের নভেম্বরে, স্টুয়ার্ট একটি সাক্ষাৎকারে মেয়ারের সাথে তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিরিজে তার দুর্দান্ত অভিনয়ের পর ক্রিস্টেন স্টুয়ার্ট একটি পরিচিত নাম হয়ে ওঠেন। তিনি তার সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। চার বছর ডেটিং করার পর দু’জন আলাদা হয়ে যান। তিনি পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সাথেও ডেট করেছিলেন।
২০১৭ সালে, স্টুয়ার্ট উভকামী হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করেন। ২০১৯ সালে তা ডিলান মেয়ারের সাথে সম্পর্ক শুরু করেন এবং দু’জনেই ২০১৯ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। এই দম্পতি ২০২১ সালে বাগদান সারেন এবং এখন তারা সারাজীবন একসাথে থাকার শপথ নিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে