বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার রায়ে যুবকের যাবজ্জীবন
Published: 22nd, April 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রভোলন দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মো.
কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০২২ সালে ৩০ জানুয়ারি রাত ১২টার দিকে আসামি মেহেদী হাসান ফোন করে ভিকটিমককে বিয়ের বিষয়ে আলোচনা করতে বাড়ির বাইরে ডেকে নেয়। এসময় আসামি মেহেদী হাসান বাঁশ বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর বিয়ে করার কথা বললে আসামি কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে মা ঘরের ভেতরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ভিকটিমের মা তাকে বাগানে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলে সে সব কিছু খুলে বলে।
পরবর্তীতে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ কয়েক বছরে সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ (মঙ্গলবার) অভিযুক্ত আসামি মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ঢাকা/আরিফুল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।