স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়নি অস্কারজয়ী অভিনেতার
Published: 22nd, April 2025 GMT
অস্কারজয়ী অভিনেতা, পরিচালক, প্রযোজক ও নির্মাতা জর্জ ক্লুনি। ব্যক্তিগত জীবনে আইনজীবী অমল ক্লুনির সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবনে এক দশক পার করছেন এই জুটি।
কয়েক দিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই জুটি দাবি করেছেন— “বৈবাহিক জীবনে তাদের কখনো ঝগড়া হয়নি।”
৬৩ বছর বয়সি জর্জ ক্লুনি বলেন, “এই অবিশ্বাস্য নারীর সঙ্গে দেখা করতে পেরে নিজেকে অসাধারণ ভাগ্যবান মনে করি। এমন কোনো দিন নেই, যেদিন নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি না। সত্যি এটি দারুণ।”
আরো পড়ুন:
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
‘ব্যাটম্যান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন
ক্লুনির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে ৪৭ বছরের অমল ক্লুনি বলেন, “গত ১০ বছরে আমার আর ক্লুনির ঝগড়া হয়নি, এ কথা শোনার পর আমার পরিবার এবং বন্ধুরা খুবই অবাক হন। অবশ্য, এ খবরটি আমাদের কিছু বন্ধুকে বিরক্ত করে।”
একটি উদাহরণ টেনে অমল ক্লুনি বলেন, “আমার এক চাচাতো ভাই আছে, তার সঙ্গে যখনই দেখা হয় তখনই তার প্রশ্ন— ‘তোমাদের কি এখনো ঝগড়া হয়নি?”
সঠিক মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন অমল। পাশাপাশি দাম্পত্য জীবনে সুখী হতে পরামর্শ দিয়ে বলেন, “জীবনে সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়া ৯৯ শতাংশই ভাগ্যের ব্যাপার। আমার মনে হয়, আমরা যা করব তা হলো— নিন্দা না করা, খোলামেলা থাকা।”
জর্জ ক্লুনি ১৯৮৯ সালে মার্কিন অভিনেত্রী তালিয়া বালসামের সঙ্গে ঘর বাঁধেন। ১৯৯৩ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। এরপর আইনজীবী অমলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জর্জ ক্লুনি। ২০১৪ সালে ইতালির ভেনিসে বিয়ে করেন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে জমজ দুই সন্তান—আলেকজান্ডার ও এলা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
আরো পড়ুন:
মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল
বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।
তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
ঢাকা/শহিদুল/বকুল