নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
Published: 22nd, April 2025 GMT
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকিরের (৫২) ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । এসময় হামলা ঠেকাতে যাওয়া আরো তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহত মিরাজ ফকির কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সারুলিয়া গ্রামের মৃত আলম ফকিরের ছেলে।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা
আহত অন্যরা হলেন- সারুলিয়া গ্রামের ইমরান ফকির, কবির খান ও বাবলু শরিফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের রওশন কাজীর বিরোধ চলছে। মঙ্গলবার দুপুর মিরাজ ফকির এড়েন্দা হাট থেকে বাড়ি ফিরছিলেন। এসময় রওশান কাজীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ ফকিরের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিরাজ ফকিরকে কুপিয়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এসময় হামলা ঠেকাতে যাওয়া বাবলু শরিফ, ইমরান ফকির ও কবির খানকেও কুপিয়ে আহত করা হয়।
হামলাকারীরা চলে গেলে আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আহত
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।