রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা: জেলেনস্কি
Published: 23rd, April 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনা নাগরিকরা রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন। মস্কো চীন থেকে চুরি করা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।
কয়েকদিন আগে জেলেনস্কি জানিয়েছিলেন, চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে। তবে চীন দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা রাষ্ট্রদূত মা শেংকুনকে তলব করেছে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে চীনের জড়িত থাকার বিষয়ে ইউক্রেনের ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তারা যেন সরকারি চ্যানেলের মাধ্যমে চীন সরকারের কাছে তাদের অনুসন্ধানের বিষয়ে তথ্য পাঠায়।
তিনি বলেন, “আলাদাভাবে আমি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাকে ড্রোন কারখানায় কাজ করা চীনা নাগরিকদের সম্পর্কে বিস্তৃত প্রকৃতির তথ্য চীনা পক্ষের কাছে হস্তান্তর করতে বলেছি। আমরা বিশ্বাস করি যে রাশিয়া হয়তো চুরি করেছে - চীনা নেতৃত্বের সাথে চুক্তির বাইরে এই নাগরিকদের সাথে একটি চুক্তি করেছে - এই প্রযুক্তিগুলি চুরি করেছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত