ফেসবুকে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও, রাজশাহীতে ৪ তরুণকে খুঁজছে পুলিশ
Published: 24th, April 2025 GMT
রাজশাহীর রাস্তায় নারীদের উদ্দেশ্য করে চার তরুণের অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়ানোর পর জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।
এর আগে গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।
২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদী ধারে যাওয়ার রাস্তার পাশে চার তরুণ বসে আছেন। তাঁদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আর বাকি তরুণেরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করছিলেন।
কবে ওই ভিডিও করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি শেয়ার করে শিবলী নোমানী ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, ঘটনাটি ২১ এপ্রিল দুপুরে সিঅ্যান্ডবি মোড় এলাকায় ঘটেছে।’
ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নজরে আসার পর ওই চার তরুণের ছবিসহ তাঁদের পরিচয় শনাক্তে সহযোগিতা চাওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ‘ছবিতে দেখা কয়েকজন যুবক রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবির মোড় এলাকায় পথচারী নারীদের উত্ত্যক্ত ও হেনস্তা করার পাশাপাশি ভিডিও ধারণ করছেন—এমন কিছু চিত্র ও তথ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। আরএমপি ইতিমধ্যেই এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। এই যুবকদের ছবি দেখে যদি কেউ তাঁদের নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য জানেন, তাহলে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ওই চারজনকে গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//