ফেসবুকে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও, রাজশাহীতে ৪ তরুণকে খুঁজছে পুলিশ
Published: 24th, April 2025 GMT
রাজশাহীর রাস্তায় নারীদের উদ্দেশ্য করে চার তরুণের অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়ানোর পর জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।
এর আগে গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।
২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদী ধারে যাওয়ার রাস্তার পাশে চার তরুণ বসে আছেন। তাঁদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আর বাকি তরুণেরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করছিলেন।
কবে ওই ভিডিও করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি শেয়ার করে শিবলী নোমানী ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, ঘটনাটি ২১ এপ্রিল দুপুরে সিঅ্যান্ডবি মোড় এলাকায় ঘটেছে।’
ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নজরে আসার পর ওই চার তরুণের ছবিসহ তাঁদের পরিচয় শনাক্তে সহযোগিতা চাওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ‘ছবিতে দেখা কয়েকজন যুবক রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবির মোড় এলাকায় পথচারী নারীদের উত্ত্যক্ত ও হেনস্তা করার পাশাপাশি ভিডিও ধারণ করছেন—এমন কিছু চিত্র ও তথ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। আরএমপি ইতিমধ্যেই এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। এই যুবকদের ছবি দেখে যদি কেউ তাঁদের নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য জানেন, তাহলে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ওই চারজনকে গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন: নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আরো পড়ুন:
রাকসু: ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার
রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
আরএমপি কমিশনার বলেন, “এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের আয়তন যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।”
তিনি আরো বলেন, “নির্বাচন ঘিরে কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা লাগবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাব।”
তফসিল অনুযায়ি, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।
ঢাকা/ফাহিম/মেহেদী