রাজশাহীর রাস্তায় নারীদের উদ্দেশ্য করে চার তরুণের অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়ানোর পর জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

এর আগে গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদী ধারে যাওয়ার রাস্তার পাশে চার তরুণ বসে আছেন। তাঁদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আর বাকি তরুণেরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করছিলেন।

কবে ওই ভিডিও করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি শেয়ার করে শিবলী নোমানী ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, ঘটনাটি ২১ এপ্রিল দুপুরে সিঅ্যান্ডবি মোড় এলাকায় ঘটেছে।’

ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নজরে আসার পর ওই চার তরুণের ছবিসহ তাঁদের পরিচয় শনাক্তে সহযোগিতা চাওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ‘ছবিতে দেখা কয়েকজন যুবক রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবির মোড় এলাকায় পথচারী নারীদের উত্ত্যক্ত ও হেনস্তা করার পাশাপাশি ভিডিও ধারণ করছেন—এমন কিছু চিত্র ও তথ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। আরএমপি ইতিমধ্যেই এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। এই যুবকদের ছবি দেখে যদি কেউ তাঁদের নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য জানেন, তাহলে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ওই চারজনকে গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি

এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।

খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগে

গত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।

রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে

সম্পর্কিত নিবন্ধ