মায়ের সেবাযত্ন না করায় স্ত্রীকে হত্যার পর লাশ ফেলেন সেপটিক ট্যাংকে
Published: 24th, April 2025 GMT
আড়াই মাস আগে কুমিল্লার চৌদ্দগ্রামে শাহিদা বেগম (৬৫) নামের এক নারীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী আবদুল মোমিন (৬৮) প্রচার করেন, স্ত্রীকে ফজরের নামাজ পড়তে বলে তিনি মসজিদে চলে যান। ফিরে এসে স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। পরে টানাহেঁচড়ার চিহ্ন দেখে সেপটিক ট্যাংকের স্ল্যাব খুলে স্ত্রীর লাশ দেখতে পান।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে মামলা করার পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বারবার হোঁচট খায় পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় বৃদ্ধার স্বামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি একেকবার একের রকম তথ্য দেন। একপর্যায়ে সম্পত্তি নিয়ে বিরোধ চলা ভাইয়ের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেন। সর্বশেষ তাঁর স্ত্রীকে ‘দুষ্টু জিনে’ মেরেছে বলে জানান।
দীর্ঘ তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আবদুল মোমিন। গতকাল বুধবার বিকেলে কুমিল্লার আদালতে দেওয়া জবানবন্দিতে মোমিন বলেন, পারিবারিক কলহ ও তাঁর বৃদ্ধ মায়ের সেবাযত্ন করতে অনীহা প্রকাশ করায় কথা–কাটাকাটির এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করেন। পরে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
গত ৩ ফেব্রুয়ারি সকালে চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আবদুল মোমিন স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করতেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
সংবাদ সম্মেলনে ওসি বলেন, ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য দেওয়াসহ বিভিন্ন কারণে আবদুল মোমিনের ওপর তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা তাঁকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে গত ২৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কারাগার থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সর্বশেষ গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত প্রকাশ করেন।
জবানবন্দিতে আবদুল মোমিন দাবি করেন, তাঁর মায়ের বয়স ১৩০ বছরের কাছাকাছি। তিনি চলাফেরা করতে পারতেন না, তবে সুস্থ আছেন। তিনি ও তাঁর ভাই পালাক্রমে এক মাস করে মায়ের দায়িত্ব নিয়ে সেবাযত্ন করতেন। মায়ের সেবাযত্ন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। ঘটনার দিন বাড়িতে ফিরে গভীর রাতে মায়ের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন। এতে স্ত্রী রাগান্বিত হয়ে তাঁকে (মোমিন) গালমন্দ শুরু করেন। এতে বিরক্ত হয়ে বালিশ দিয়ে স্ত্রীর নাক-মুখ চেপে ধরেন। কিছুক্ষণ পর দেখেন, স্ত্রী আর নড়াচড়া করছেন না।
জবানবন্দিতে মোমিন আরও বলেন, এ ঘটনার পর ভোর সাড়ে চারটার দিকে স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির উত্তর পাশে শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে ঢাকনাটি আবার লাগিয়ে দেন। এরপর বাড়ির নলকূপে গোসল করে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে ফিরে ছেলেকে ফোন দিয়ে বলেন, ‘তোমার মাকে পাওয়া যাচ্ছে না।’ পরে ছেলেসহ আশপাশের লোকজন তাঁর স্ত্রীকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে সেপটিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা হেশাম উদ্দিন বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে মোমিন একাই পুরো হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা সম্ভব হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ম ম ন স ব যত ন পর য য় মসজ দ ঘটন র
এছাড়াও পড়ুন:
প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
বাংলা ওটিটির নিয়মিত দর্শকেরা ভালো করেই জানেন—যে গল্পে থাকেন শিহাব শাহীন, সেখানে থাকে প্রেম, আবেগ, আর বাস্তব জীবনের মৃদু জটিলতা। এবার সেই নির্মাতা ফিরছেন নতুন এক প্রেমের গল্প নিয়ে। চরকি অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’ মুক্তি পাবে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর)। সিনেমাটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী।
এর আগে গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় সিনেমাটির মোশন পোস্টার ও ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ লিখেছেন, ‘চরকির ফিল গুড রোমান্সে এবার নতুন জুটি!’ কেউ–বা বলেছেন, ‘ইয়াশ–তটিনীর কেমিস্ট্রি দেখতে মুখিয়ে আছি।’
নতুন প্রেম, নতুন জুটি
‘তোমার জন্য মন’–এর গল্পে মফস্সলে বেড়ে ওঠা দুই তরুণ–তরুণীর সম্পর্ক উঠে এসেছে। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্প। এর আগে চরকির সঙ্গে কী ধরনের গল্প করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এবার গল্পটা আমি নিজেই নির্ধারণ করেছি। শুরু থেকেই জানতাম, এই গল্পটা আমি বানাতে চাই।’
গল্পের ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে—“বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়”, “জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো”—এই ভাবনা থেকেই গল্পটা এসেছে। অনেক সময় মানুষের নাম বা পরিচয় বড় হয়ে ওঠে, কিন্তু আসলে মানুষ বড় হয় তার কাজেই। এই দর্শনটাই গল্পের কেন্দ্রে।’
পিউ আর রওনকের গল্প
এই সিনেমায় তটিনী অভিনয় করেছেন পিউ চরিত্রে। নির্মাতার অফিসে গল্প শুনেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নেন। সেই দিনের কথা মনে করে তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেক শুনে ভেবেছিলাম, এরপর কী হবে আন্দাজ করতে পারব, কিন্তু এমন মোড় নিল যে সেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সেই বিস্ময়টাই আমাকে আকৃষ্ট করেছে।’ তটিনীর ভাষায়, ‘পিউ একটু আবেগপ্রবণ ও সিদ্ধান্তহীনতায় ভোগা মেয়ে। একটা ঘটনার পর সে নিজের জীবনের কিছু দিক বুঝে নেয়, আত্মোপলব্ধি ঘটে। এই চরিত্রটা অভিনয় করা আমার জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল।’