অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিষান, হাইনরিখ ক্লাসেন...দলে এত এত মারমুখী ব্যাটসম্যান। শুরুর দিকে দু-একটি ম্যাচে দাপুটে ব্যাটিং করলেও সানরাইজার্স হায়দরাবাদের তারকা এই ব্যাটসম্যানরা ফ্লপই বলতে হবে। ইশান কিষান ছাড়া আজও এঁদের ব্যাটে ছিল রানের খরা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দলকে জেতাতে ব্যাট হাতে ভূমিকা রাখতে হয়েছে কামিন্দু মেন্ডিস ও নীতিশ কুমার রেড্ডিকে।

খুব বড় লক্ষ্য হায়দরাবাদকে দিতে পারেনি চেন্নাই। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।

হায়দরাবাদের দলীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছে ইশান কিষানের ব্যাট থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য়দর ব দ

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ