ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এক ম্যাচে ম্যাচ রেফারির প্রদত্ত শাস্তিমূলক সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং বাইলজ পরিবর্তনের অভিযোগে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মো. ইউসা মিশু।

সংবাদ বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অপমানিত করার ঘটনায় তিনি গভীরভাবে হতাশ ও বিস্মিত। কাজী মিশু বলেন,‘ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে একটি স্বচ্ছ ক্রিকেট কাঠামোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখে বোঝা যাচ্ছে, অতীতের অনিয়ম ও বিতর্ক এখনো ক্রিকেটে বিদ্যমান।

তিনি অভিযোগ করেন, খেলার আগের দিন রাতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের নির্দেশে শাস্তির বিধান কমানো হয়, যা ম্যাচ অফিসিয়ালদের মর্যাদাকে চরমভাবে ক্ষুন্ন করেছে। ডিপিএলের একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে এই অনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

কাজী মিশু আরও বলেন, ‘গত পনেরো বছর ধরে আম্পায়ারদের স্বার্থরক্ষায় আমি লড়াই করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিগত বোর্ডের 'প্রেত্মাতারা' আবারো ক্রিকেটের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এতে ভবিষ্যৎ ক্রিকেট ব্যবস্থাপনা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল আম প য

এছাড়াও পড়ুন:

আসন খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনবিন্যাসের প্রতিবাদে বিজয়নগরের চান্দুরার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সঙ্গে কথা বলে আধাঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয়নগর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বুধন্তী, চান্দুরা ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতেই ক্ষুদ্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা।

আরো পড়ুন:

স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলা রাজনৈতিক ও ভৌগোলিকভাবে একটি সুসংগঠিত এলাকা। তিনটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব বিজয়নগরবাসীর আত্মমর্যাদার ওপর আঘাত। তারা অবিলম্বে আগের আসনবিন্যাস ফিরিয়ে আনার দাবি জানান। দাবি না মানলে ২৪ ঘণ্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন তারা। 

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার ও চান্দুরা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহেরসহ অন্যরা।

গত বুধবার নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। এ খসড়ার বিরুদ্ধে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি, অভিযোগ ও দাবি জানানো যাবে। পরে সেসব শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ