ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এক ম্যাচে ম্যাচ রেফারির প্রদত্ত শাস্তিমূলক সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং বাইলজ পরিবর্তনের অভিযোগে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মো. ইউসা মিশু।

সংবাদ বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অপমানিত করার ঘটনায় তিনি গভীরভাবে হতাশ ও বিস্মিত। কাজী মিশু বলেন,‘ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে একটি স্বচ্ছ ক্রিকেট কাঠামোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখে বোঝা যাচ্ছে, অতীতের অনিয়ম ও বিতর্ক এখনো ক্রিকেটে বিদ্যমান।

তিনি অভিযোগ করেন, খেলার আগের দিন রাতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের নির্দেশে শাস্তির বিধান কমানো হয়, যা ম্যাচ অফিসিয়ালদের মর্যাদাকে চরমভাবে ক্ষুন্ন করেছে। ডিপিএলের একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে এই অনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

কাজী মিশু আরও বলেন, ‘গত পনেরো বছর ধরে আম্পায়ারদের স্বার্থরক্ষায় আমি লড়াই করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিগত বোর্ডের 'প্রেত্মাতারা' আবারো ক্রিকেটের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এতে ভবিষ্যৎ ক্রিকেট ব্যবস্থাপনা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল আম প য

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ