Samakal:
2025-09-18@08:23:39 GMT

অ্যাপে ওয়ালেট ফিচার

Published: 26th, April 2025 GMT

অ্যাপে ওয়ালেট ফিচার

প্রবাসীর অর্থ প্রেরণে ট্যাপট্যাপ অ্যাপে যুক্ত হয়েছে ওয়ালেট ফিচার। অর্থ প্রেরণের প্রয়োজনে ওয়ালেটে অগ্রিম অর্থ জমা করা যাবে। আবার সেই অর্থ অন্য দেশে পাঠানোর আগে ভালো এক্সচেঞ্জ রেটে কনভার্ট সুবিধা পাওয়া যাবে।
ফলে তাৎক্ষণিক প্রয়োজন না হলে খুব ভালো এক্সচেঞ্জ রেটে অর্থ জমানো সম্ভব। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক অর্থ বিনিময় করা যাবে। কিন্তু নিয়মিত অর্থ পাঠানোর ক্ষেত্রে অর্থ প্রেরণকারীরা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রেরণ করে। তাই পরে অর্থ পাঠানোর জন্য ওয়ালেট সুবিধা কাজ করবে। বিশেষ সেরা এক্সচেঞ্জ রেট নির্ধারণ করার সুযোগ থাকবে। অন্যদিকে, বড় অঙ্কের অর্থ প্রেরণে তার পরিমাণ আলাদা করে রাখা যায়। অ্যাপ নির্মাতারা বলেন, ওয়ালেটে আর্থিক লেনদেনের ওপর নিজের নিয়ন্ত্রণ আনা যায় আর লেনদেন হয় সাশ্রয়ী। এক্সচেঞ্জ রেটের সঙ্গে অর্থ প্রেরণের সময় নির্ধারণ করার সুবিধা থাকায় এতে আর্থিক পরিকল্পনা ও বাজেট করা সহজ হবে। ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেটের ব্যবহার পদ্ধতি সহজ। প্রথমে ওয়ালেটে অর্থ বা ফান্ড জমা করতে হবে।
ওয়ালেটে ফান্ড জমা হয়ে গেলে গ্রাহক সুবিধা অনুযায়ী অর্থ পাঠাতে পারবেন। সুনির্দিষ্ট কয়েকটি দেশে ও মুদ্রায় ফিচারটি সক্রিয়।
জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশের প্রবাসীরা এ অ্যাপের হোম স্ক্রিনে ওয়ালেট সুবিধা নিতে পারবেন। দ্রুতই ফিচারটি আরও কয়েকটি দেশে চালু করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ