Prothomalo:
2025-09-18@09:23:55 GMT

নবী প্রেমের প্রতিদান কী

Published: 27th, April 2025 GMT

নবীজির (সা.) দীর্ঘদিনের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক (রা.)। তিনি বলেন, এক ব্যক্তি নবীজি(সা.)কে জিজ্ঞেস করল, ‘কেয়ামত কবে হবে?’ নবীজি(সা.) বললেন, ‘তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছ?’ সে বলল, তেমন কিছু না, তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি।’ নবীজি (সা.)বললেন, ‘তুমি যাকে ভালোবাসো, (পরকালে) তার সঙ্গে থাকবে।’

অন্য হাদিসে আছে, নবীজি (সা.

) যখন বললেন ‘তুমি কী প্রস্তুতি নিয়েছ?’ লোকটি মাথা নিচু করে ফেলল। তারপর বলল, ‘আল্লাহর রাসুল, রোজা, নামাজ ও সদাকার মতো বড় কোনো প্রস্তুতি তো নিতে পারিনি। কিন্তু আমি আল্লাহ ও তার রাসুল(সা.)কে ভালোবাসি।’ নবীজি (সা.) বললেন, ‘যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গেই থাকবে।’

আনাস (রা.) বলেন, ‘তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে’, এই কথা শুনে আমরা এত খুশি হলাম, যা আর কিছুতে হইনি। আমি নবীজি(সা.)কে এবং আবু বকর (রা.) ও ওমর(রা.) কে ভালোবাসি। আশা করি, তাদের ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গে থাকব, যদিও তাদের মতো আমল করতে পারিনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,৬৮৮ ও ৭,১৫৩; সহিহ মুসলিম, হাদিস: ২,৬৩৯)

আরও পড়ুনতওবা যেভাবে করা যায়১৯ ফেব্রুয়ারি ২০২৫

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘এক ব্যক্তি আল্লাহর নবীজি(সা.)র কাছে এসে বলল, ‘আল্লাহর রাসুল, সেই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে একটি জাতিকে ভালোবাসে, অথচ তাদের সঙ্গে মিলিত হয়নি?’ তিনি বললেন, (না, এমন হবে না) মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬,১৬৯ ও ৬,১৭০; সহিহ মুসলিম, হাদিস: ২,৬৪০ ও ২,৬৪১)

আরও পড়ুনজীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.)১৩ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ল হ বলল ন

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ