কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধার নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবে মাইক্রোসফট। ডায়নামিকস ৩৬৫ ও পাওয়ার প্ল্যাটফর্মের নির্দিষ্ট সেবা ও পণ্যে থাকা ত্রুটি শনাক্ত করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পাওয়ার প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ ও কাজ অটোমেশনের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে। অন্যদিকে ডায়নামিকস ৩৬৫ হলো গ্রাহক, পণ্য, কর্মী ও কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত বিজনেস অ্যাপ্লিকেশন।

মাইক্রোসফট জানিয়েছে, মডেল ম্যানিপুলেশন, ইনফারেন্স ম্যানিপুলেশন ও ইনফারেনশিয়াল তথ্য ফাঁসের মতো ত্রুটি শনাক্ত করে প্রমাণসহ জমা দিতে পারলেই ৫০০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। নিরাপত্তা দুর্বলতার গুরুত্ব, প্রভাব ও প্রতিবেদনের মানের ওপর নির্ভর করে পুরস্কারের পরিমাণ আরও বাড়তে পারে।

গত বছর ‘ইগনাইট’ সম্মেলনে মাইক্রোসফট ‘জিরো ডে কোয়েস্ট’ নামে একটি বিশেষ হ্যাকিং ইভেন্ট চালু করে। ক্লাউড ও এআই প্রযুক্তিনির্ভর পণ্যে থাকা ত্রুটি শনাক্তের এ কার্যক্রমে গবেষকেরা ৬০০টির বেশি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এ বিষয়ে মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের (এমএসআরসি) ভাইস প্রেসিডেন্ট টম গ্যালাঘার জানিয়েছেন, হ্যাকিং ইভেন্টে ৬০০টির বেশি নিরাপত্তা দুর্বলতার তথ্য পাওয়া গেছে এবং সন্ধানদাতাদের ১৬ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলটের মাঝারি মাত্রার দুর্বলতার জন্য পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে। পাশাপাশি কোপাইলটের অন্যান্য দুর্বলতা খুঁজে পেতে পুরস্কারের পরিমাণও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গবেষকেরা এআই নিরাপত্তা গবেষণায় আরও বেশি উৎসাহিত হন।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ক র দ দ র বলত

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ