বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে মারধরের অভিযোগ
Published: 27th, April 2025 GMT
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদ বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।
রিয়াদ বগুড়ার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় রিয়াদ খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এসময় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে সিফাতের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাত রিয়াদের মাথায় আঘাত করে পাশের মসজিদের ভেতরে আশ্রয় নেন।
খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
মাহমুদুল হাসান আরও জানান, পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত সিফাতকে উদ্ধার করে নিয়ে যান তার বাবা ফারুকসহ কয়েকজন বিএনপি নেতা। এতে আমরা ক্ষুব্ধ।
এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “মারধরের ঘটনা শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এনাম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি