বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) “ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫”এর ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ এপ্রিল) শেরাটন ঢাকায় এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতা শুরু হবে ৮ মে ২০২৫ থেকে এবং চলবে টানা ১৪ দিন। চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৫ তারিখে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হোটেলগুলোর মধ্যে রয়েছে- আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি হোটেল), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইনট্রি ঢাকা এবং দি ওয়েস্টিন ঢাকা।

মোট ২০টি বিখ্যাত হোটেল এরই মধ্যে বিসিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে। সবাই একসাথে হাত মিলিয়েছে এক ছন্দে, এক স্বপ্নে। এখানে প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের গল্প লেখা হবে; প্রতিটি ছক্কায়, প্রতিটি উইকেটে বাজবে একতার জয়ধ্বনি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, “আতিথেয়তা খাতের পেশাজীবীদের এমন ভিন্নধর্মী উদ্যোগে একত্রিত হতে দেখে সত্যিই ভাল লাগছে, যেখানে তারা কেবল মাঠে প্রতিভা প্রদর্শন করছেন না বরং নিজেদের সম্প্রদায়ের শক্তিও তুলে ধরছেন।”

বিহা এর প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।”

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, “আমরা সবাই আতিথেয়তা খাতে কাজ করি খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে, দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে এবং স্টেকহোল্ডারদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলি। তাই, খেলাধুলায় অংশগ্রহণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা উভয়ই বৃদ্ধি করে। এটি আমাদের দলগত কাজ ও দায়িত্ববোধও শিক্ষা দেয়। বিহা -কে অসংখ্য ধন্যবাদ, এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য, যা সকল হোটেলকর্মীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করেছে এবং সরকারের অনুমোদন পেয়েছে।”

ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ পাওয়ার্ড বাই লিলি, সহযোগিতায় নুর আলী ফ্যামিলি ট্রাস্ট, মিডিয়ার আলো ছড়াচ্ছে যমুনা টেলিভিশন। উৎসবের সম্প্রচার সঙ্গী সাইলেন্ট স্পোর্টস। গর্বের জার্সি প্রস্তুত করেছে এমভি ট্রেডার্স। চলাফেরার নির্ভরতা হানসা ম্যানেজমেন্ট লিমিটেড এবং অ্যাট ইয়োর সার্ভিসেস লিমিটেড।

এছাড়া এই মহাযাত্রায় আস্থা ও সমর্থন যুগিয়েছে সানবিট, টাইলক্স, অ্যাকনল, হারলান, ডাইভার্সি, ইউএস-বাংলা, নুর ট্রেড হাউস, কোয়ালিটি এগ্রো, প্রাণ এগ্রো, বেঙ্গল মিট এবং তাজ এন্টারপ্রাইজ।

বিহা চ্যাম্পিয়ন্স লিগ একটি পথপ্রদর্শক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের সকল বিহা সদস্য হোটেলকে অংশগ্রহণের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে। এটি আতিথেয়তা ও ক্রীড়ার এক অনন্য মেলবন্ধন। এই টুর্নামেন্টের মাধ্যমে হোটেলগুলো শুধুমাত্র প্রতিযোগিতা করে না বরং দলীয় চেতনা ও সৌহার্দ্যের এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করে। বিলাসবহুল চেইন হোক বা বুটিক হোটেল, প্রতিটি দল তাদের হোটেলের গর্ব এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করে।

হোটেল স্টাফদের একত্রিত হওয়ার, কর্মস্থলের গণ্ডি ছাড়িয়ে দলগত চেতনা ও বন্ধুত্ব গড়ে তোলার এই দুর্লভ সুযোগ, যেখানে তারা ক্রিকেট গিয়ারে সজ্জিত হয়ে প্রতিভা প্রদর্শন করতে এবং খেলার উত্তেজনা উপভোগ করতে পারে।

ঢাকা/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ একত র

এছাড়াও পড়ুন:

বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ ইন্টার্ন

পদসংখ্যা: একাধিক

যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।

বেতন: ১৫,০০০ টাকা

আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল১০ ঘণ্টা আগে

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ

৮ মে, ২০২৫।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০