অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে নতুন নকশার ভিডিও প্লেয়ার ব্যবহার করতে পারছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ইউটিউবে ভিডিও চালুর সময় নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে। নতুন নকশায় ভিডিও প্লেয়ারের নিয়ন্ত্রণ সুবিধাগুলো আলাদা ক্যাপসুল আকারে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভলিউম নিয়ন্ত্রণে। আগে ভলিউম বাটনটি ছিল ভিডিওর নিচের বাঁ পাশে। নতুন নকশায় সেটি সরিয়ে ডান পাশে যুক্ত করা হয়েছে। এখন ভলিউম বাড়ানো-কমানোর জন্য অনুভূমিক নয়, বরং উল্লম্ব স্লাইডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। ইউটিউব জানিয়েছে, এ পরিবর্তনের ফলে ভলিউম নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

আরও পড়ুনইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও প্রকাশ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হবে০৬ এপ্রিল ২০২৫

দীর্ঘদিন ধরেই ভিডিও প্লেয়ারের চেহারা একই রকম থাকায় প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। তবে ভিডিও প্লেয়ারের নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন নকশাকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ পুরোনো নকশাকেই ভালো বলছেন।

আরও পড়ুনভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত০৭ ফেব্রুয়ারি ২০২৫

ইউটিউব টিভির ভিডিও প্লেয়ারের নকশাতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ইউটিউব। নতুন নকশায় বাঁ পাশে চ্যানেলের তথ্য, বিবরণ ও সাবস্ক্রাইব বাটন দেখা যাবে। প্লে অপশনের নিয়ন্ত্রণ মাঝখানে এবং অন্যান্য অপশন ডান পাশে দেখা যাবে। নতুন নকশা চালু হলে ইউটিউব টিভি ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের মতো করে মাল্টিভিউ তৈরি করতে পারবেন। শুরুতে কিছু নির্দিষ্ট জনপ্রিয় চ্যানেলের কনটেন্ট দিয়ে এ সুবিধা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন ২৩ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র নকশ য়

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ