দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিল্পপ্রতিষ্ঠানটি এক্সপোর্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এমটিও পদে কর্মী নেবে ১৫ জন। ২৪ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা

মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বেতন–ভাতা। বেতন পর্যালোচনা করা হবে প্রতিবছরে। এ ছাড়া ​প্রাণ-আরএফএল গ্রুপের নীতিমালা অনুযায়ী মোবাইল বিলের খরচ, ভ্রমণ ভাতা, দক্ষতা ভাতা, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, আংশিক ভর্তুকিতে দুপুরের খাবারের সুবিধা, বছরে দুইবার উৎসব বোনাস, যাতায়াতে গাড়ির সুবিধা, ৬ মাসের সফল প্রবেশন শেষে বেতন ইনক্রিমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেট থেকে ডিসকাউন্টসহ পণ্য কেনার সুযোগ।

প্রার্থীর আবেদনের বয়স: ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স।

কর্মস্থল: রাজধানীর ঢাকার বাড্ডায়।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা ২৪ মের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। কাজের ধরন ও ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যাস র‍্যাপিড ট্রানজিটের ভূমি অধিগ্রহণে জালিয়াতি, মামলার অনুমোদন

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা আত্মসাতের অভিযোগে মো. রিয়াজ উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুদকের ডেপুটি ডিরেক্টর আকতারুল ইসলাম (জনসংযোগ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অধীন রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। জালিয়াতির মাধ্যমে মো. রিয়াজ উদ্দীন নামে এক ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে তার ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

আরো পড়ুন:

ফেনীতে ছাত্র হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

নূরের বিরুদ্ধে হত্যা মামলা, ১২ বছর পর তোলা হলো আবু বকরের দেহাবশেষ

দুদক জানায়, অভিযুক্ত ব্যক্তি রিয়াজ সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে মর্মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি সাব-রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি উত্তোলন করে ভূমি অধিগ্রহণ অফিসে জমা দেন এবং ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন।

শুধু তাই নয়, ওই রিয়াজের বিরুদ্ধে বড় ধরনের প্রতারণার প্রমাণও পেয়েছে দুদক। সে তার জমি ইতোপূর্বে একটি আর্থিক প্রতিষ্ঠানের (সোনালী ব্যাংক) কাছে বন্ধক রাখে এবং বন্ধকী দলিল এখনো কার্যকর রয়েছে।

প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলার অনুমোদন করা হয় বলে দুদক জানায়।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ